Haldia Gate: ভেঙে ফেলা হবে হলদিয়া গেট, বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Haldia Gate: ৩ সেপ্টেম্বর বুধবার রাত থেকে চলবে গেট সরানোর কাজ। তাই এদিন রাত ৮টা থেকে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল।
advertisement
1/6

শিল্প শহর হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই জন্য পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করতে চলেছে পর্ষদ।
advertisement
2/6
৩ সেপ্টেম্বর বুধবার রাত থেকে চলবে গেট সরানোর কাজ। তাই এদিন রাত ৮টা থেকে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল। জানা গেছে, ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচক থেকে কাপাসএড়্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ওই সময়।
advertisement
3/6
পরিবর্তে মহিষাদল হয়ে চৈতন্যপুরের ওপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলবে রাস্তার ওপর। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইনের হলদিয়া গেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো টেন্ডারও হয়ে গিয়েছে।
advertisement
4/6
অবিলম্বে যাতে নতুন গেট তৈরির কাজ শুরু করা যায় সেজন্য সরিয়ে ফেলা হচ্ছে পুরনো এই গেট। ২০১৩ সালে পুরনো এই গেট তৈরি করা হয়। তবে বর্তমানে তার পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাই পুরনো গেট সরিয়ে ফেলতে চাইছে পর্ষদ। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফ থেকে রাতে এই জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
advertisement
5/6
হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, “শিল্পশহর হলদিয়ায় প্রবেশের মুখে হলদিয়া গেটটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। তাই ওটিকে সরিয়ে ফেলার জন্য রাতে জাতীয় সড়ক বন্ধ রাখা হবে। ওই একই জায়গায় নতুন গেট তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।”
advertisement
6/6
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলের পর থেকে নন্দকুমারের হলদিয়া মোড় এবং মহিষাদলের কাবাসবেরিয়া মোড় থেকে যাননিয়ন্ত্রণ করা হবে। ফলে বিকেলের পর হলদিয়া যাতায়াতের ক্ষেত্রে জাতীয় সড়ক এড়িয়ে যাওয়াই ভালো।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Haldia Gate: ভেঙে ফেলা হবে হলদিয়া গেট, বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক