এই স্কুলে চালু হল রাজ্যের প্রথম ম্যাথ ল্যাব! এবার অঙ্ক হবে খেলা, ভয়ের বদলে আনন্দ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
রাজ্যে প্রথম গাইঘাটার স্কুলে চালু হল ম্যাথমেটিক্স ল্যাব, খাতা-কলমে সীমাবদ্ধ না থেকে পড়ুয়ারা ল্যাবে বসেই ভাঙবে-গড়বে সংখ্যা।
advertisement
1/5

<strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়:</strong> রাজ্যের প্রথম গাইঘাটার স্কুলে চালু হল ম্যাথমেটিক্স ল্যাব! এখন থেকে আর খাতা-কলমে সীমাবদ্ধ না থেকে, পড়ুয়ারা ল্যাবে বসেই ভাঙবে-গড়বে সংখ্যা, শিখবে হাতে-কলমে গণিত।
advertisement
2/5
উত্তর ২৪ পরগনার গাইঘাটা বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হয়ে গেল রাজ্যের প্রথম ম্যাথমেটিকস ল্যাব। ডেপুটি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসের পার্থ কর্মকার জানান, রাজ্যের মধ্যে এই প্রথম কোনও সরকারি স্কুলে গণিত শেখানোর জন্য বিশেষ ল্যাব তৈরি করা হল। এর মাধ্যমে পড়ুয়ারা অঙ্কের ভয় কাটিয়ে আনন্দের সঙ্গে শেখার সুযোগ পাবে।
advertisement
3/5
অঙ্ক মানেই ভয়, সংখ্যার সমীকরণ বা জ্যামিতির চিত্র দেখলেই বিভ্রান্ত হয়ে পড়েন অনেক পড়ুয়া। এর ফলেই উচ্চশিক্ষায় বিজ্ঞানের নানা ক্ষেত্র থেকে পিছিয়ে যায় বহু মেধাবী ছাত্রছাত্রীরা। সেই অঙ্কভীতি কাটাতেই অভিনব এই উদ্যোগ নিল বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়।
advertisement
4/5
এই ল্যাবে অংকের পাটি গণিত, বীজগণিত ও জ্যামিতি সবই হাতে-কলমে শেখানো হবে। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই ল্যাব ব্যবহার করতে পারবে। সাহায্যদাতা মনতোষ কুমার মিত্র জানান, ছাত্রছাত্রীদের অঙ্কভীতি দূর করার স্বপ্ন অনেকদিনের। অবশেষে মেয়ের সহযোগিতায় তা সম্ভব হল। চাই, আগামী দিনে অন্যান্য স্কুলও এমন উদ্যোগ নিক।
advertisement
5/5
নতুন ল্যাব ঘিরে উচ্ছ্বস দেখা গেল পড়ুয়াদের মধ্যেও। ছাত্রী ইশানী মণ্ডল ও প্রচেতা সরকার-রা জানালেন, এখন থেকে অঙ্ক শেখা অনেক সহজ হবে। অঙ্কের ভয়ও কেটে যাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এই স্কুলে চালু হল রাজ্যের প্রথম ম্যাথ ল্যাব! এবার অঙ্ক হবে খেলা, ভয়ের বদলে আনন্দ