Fake Medicine Identification Tips: দোকানদার জাল ওষুধ দিচ্ছে না তো? কীভাবে চিনবেন আসল-নকল? টিপস দিচ্ছেন ডাক্তাররা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Fake Medicine Identification Tips: শরীর সুস্থ রাখতে সস্তায় ওষুধ কিনে বাজিমাত করছেন মনে করছেন? তাহলেই ভয়ংকর ভুল করবেন।
advertisement
1/7

বাজারে কম দামি ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করল বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ এসোসিয়েশন। সকাল থেকে বীরভূমের বোলপুরের চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ পথ চলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করে ভেজাল ওষুধ ও কম দামি ওষুধের বিষয়ে সচেতন করেন তাঁরা।
advertisement
2/7
বাজার ছেয়েছে জাল ওষুধে এমনই অভিযোগ উঠে আসছে বারবার। জাল ওষুধের ফলে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন বহু মানুষ। কম দামে সস্তা ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন তুলছে চিকিৎসক থেকে সাধারণ রোগীরা।
advertisement
3/7
কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছে একাধিক সংগঠন। তার মধ্যেই মানুষকে সচেতন করতে এবার রাস্তায় ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা। তারা বলেন নিজের পূর্বপরিচিত পরিচিত দোকান থেকে বারকোড দেখে এবং বিল সহ ওষুধ নিতে হবে। তাহলে ভেজাল ওষুধ অনেকটাই রোধ করা যাবে।
advertisement
4/7
পাশাপাশি ভিন রাজ্য থেকে যে ওষুধগুলো আসছে সেদিকে ও নজর দিতে হবে। অন্যদিকে,বীরভূমের বোলপুর শহরে জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে পথসভা করল বেঙ্গল ড্রাগিস্ট এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন।
advertisement
5/7
এই সংগঠনের সদস্যদের মূল যে অভিযোগ সেটা হল মোটা অঙ্কের টাকা ছাড় এর লোভ দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এই রাজ্যে বিক্রি করছে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা। তবে সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার আবেদন করেন। এইদিকে বীরভূম জেলায় কয়েকদিন আগেই জাল ওষুধ বিক্রেতা ব্যবসায়ীদের গ্রেফতার করে পুলিশ প্রশাসন।
advertisement
6/7
তবে কেন এত বাড়বাড়ন্ত হয়েছে জাল ওষুধের। এই বিষয়ে বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন যে একদিকে কম দামে দেওয়া হচ্ছে ওষুধ অন্যদিকে একই ওষুধ অন্য কোম্পানি কম দামে বিক্রি করছে ওষুধের দোকানে।
advertisement
7/7
আর অনেক ক্ষেত্রে ওষুধের দোকানদার সেই ওষুধ কম দামে কিনতে বলছেন ক্রেতাদের।সেখানেই হুঁ হুঁ করে বাড়ছে জাল ওষুধ।তবে এই জাল ওষুধের বারবারন্ত কমাতে পারেন একমাত্র ক্রেতারা।তাই সবার আগে ক্রেতাদের সচেতন হতে হবে। (তথ্য-সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fake Medicine Identification Tips: দোকানদার জাল ওষুধ দিচ্ছে না তো? কীভাবে চিনবেন আসল-নকল? টিপস দিচ্ছেন ডাক্তাররা