TRENDING:

Bankura News: এক শাড়িতে কাঁথা স্টিচ, গুজরাটি, কাশ্মীরি সহ ১৫ সেলাই! সময় লেগেছে ৭ মাস! বাজার কাঁপানো চাহিদা, দাম নামমাত্র

Last Updated:
৭ মাসে ১৫ রকমের সেলাই দিয়ে তৈরি তসরের শাড়ি
advertisement
1/6
হাতে তৈরি বাঁকুড়ার শাড়ি, আগে দেখেননি এমন!
বাঁকুড়ায় হ্যান্ডলুম দিয়ে তৈরি দুর্দান্ত সব শাড়ি। দেখলে চোখ কপালে উঠবে আপনার। এমন সুন্দর ইউনিক শাড়ি আর কোথাও পাওয়া যায় না।
advertisement
2/6
বিষ্ণুপুরী সিল্কের উপরে গুজরাটি এবং কাশ্মীর সেলাই সঙ্গে গুজরাটি আয়না! নতুন এবং উদ্ভাবনি এক শাড়ি তৈরি করলেন বাঁকুড়ার নারী। সময় লেগেছে প্রায় পাঁচ মাস। একদম কোনওরকম মেশিনের সাহায্য ছাড়া, হাতে সেলাই করে তৈরি হয়েছে এই শাড়ি। এছাড়াও তসরের উপরে ১৫ ধরনের ভিন্ন সেলাই ব্যবহার করে এক অনন্য ফিউশন তৈরি করেছেন বাঁকুড়ার মাস্টার ট্রেনার কাবেরী বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/6
স্বনির্ভরতার পথে অগ্রসর মহিলাদেরকে নিয়ে কাজ করে নতুন নতুন শাড়ি সৃষ্টি করেন কাবেরী বন্দ্যোপাধ্যায়। তসরের উপরে ১৫ টি সেলাই প্রয়োগ করে শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাত মাস। রয়েছে ১৫ টি ভিন্ন সেলাই যেমন, কাঁথা স্টিচ, গুজরাটি সেলাই, কাশ্মীরি সেলাই ইত্যাদি। দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নাম লামবানি শাড়ি।
advertisement
4/6
তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে। তৈরি করছেন কাবেরী ব্যানার্জি, সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা। বিভিন্ন ধরনের সরকারি মেলাগুলিতে কাবেরী বন্দ্যোপাধ্যায় এই প্রোডাক্টগুলি বিক্রি করেন।
advertisement
5/6
কাবেরী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাহিদা থাকা সত্ত্বেও যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। শাড়িগুলি সেলাই করার মহিলাদের সংখ্যা দিন দিন কমতে থাকছে। যদিও মেয়েদেরকে স্বনির্ভরতার পথ দেখানোর ইচ্ছা থেকেই এমন কাজ শুরু করেন তিনি।
advertisement
6/6
দীর্ঘদিন ধরে নতুনত্ব শাড়ি হাতে বুনে তৈরি করে আসছেন কাবেরী বন্দ্যোপাধ্যায় এবং বেলিয়াতোড়ের একাধিক যুবতী। যেমন রিভার্স কাঁথা, লাম বাণী, কাশ্মীরী এবং গুজরাটি মিশ্রণ ইত্যাদি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: এক শাড়িতে কাঁথা স্টিচ, গুজরাটি, কাশ্মীরি সহ ১৫ সেলাই! সময় লেগেছে ৭ মাস! বাজার কাঁপানো চাহিদা, দাম নামমাত্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল