Sourav Ganguly : সৌরভের 'নিজের পুজো'! এবার আর বেহালা নয়, মহারাজ হাজির মধ্যমগ্রামে! চতুর্থীতেই বড় চমক
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sourav Ganguly- জেলায় এবার আকর্ষণের কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পূজো। আর সেই পুজোর উদ্বোধনে উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসবের মন্ডপে হাজির সৌরভ।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: জেলায় এবার আকর্ষণের কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পূজো। আর সেই পুজোর উদ্বোধনে উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসবের মন্ডপে হাজির সৌরভ।
advertisement
2/6
আজ থেকেই মন্ডপ খুলে দেওয়া হল দর্শনার্থীদের জন্য। জমকালো অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও পদ্মশ্রী সৌরভ।
advertisement
3/6
এবছর এই পুজো পরিচিতি পেয়েছে “সৌরভের পুজো” নামে। সকাল থেকেই মণ্ডপ চত্বরে উপচে পড়া ভিড় চোখে পড়ে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ককে দেখতে। দাদাকে এক নজর দেখার জন্য মণ্ডপের চারপাশে ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের।
advertisement
4/6
এবারের থিম ‘কোমল গান্ধার’, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে। শৈল্পিক উপস্থাপনা চোখ ধাধানো। প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করেন সৌরভ।
advertisement
5/6
উদ্বোধনের পর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি সকলের মঙ্গল কামনা করেন। তবে তাঁকে ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সৌরভের নাম জড়িয়ে থাকায় এবছর এই পুজোকে ঘিরে জেলাজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।
advertisement
6/6
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভ এবারের পুজোর প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত থাকায় অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sourav Ganguly : সৌরভের 'নিজের পুজো'! এবার আর বেহালা নয়, মহারাজ হাজির মধ্যমগ্রামে! চতুর্থীতেই বড় চমক