TRENDING:

Tourism Fair: বর্ধমানে এমন মেলা আগে হয়নি, না গেলে আফসোসে মাথা ঠুকবেন! এমন সুযোগ কিন্তু বারবার আসে না

Last Updated:
East Bardhaman Tourism Fair: বর্ধমানে চলছে প্রথম বর্ষের পর্যটন মেলা। কলকাতার বাইরে এই প্রথম পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরে।
advertisement
1/7
ভ্রমণপিপাসুদের স্বর্গ! এই মেলায় যাওয়ার সুযোগ মিস করলে পরে হাত কামড়াবেন
বর্ধমানের চলছে প্রথম পর্যটন মেলা। কলকাতার বাইরে এই প্রথম পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরে। রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন সংস্থা এসেছে এই মেলায়। জেলার পর্যটনকে তুলে ধরতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে এই মেলা থেকে, জানিয়েছেন উদ্যোক্তারা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
বিগত ১০ বছর ধরে, বেঙ্গল ট্যুরিজম ফেস্ট বা পর্যটন মেলা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় মেলা। মূলত কলকাতা কেন্দ্রিক এই পর্যটন মেলা সাধারণ পর্যটক, পর্যটন দফতর এবং পর্যটন ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গল এই মেলা আয়োজন করেছে।
advertisement
3/7
তারা এই প্রথম বার বর্ধমান জেলায় নিয়ে এসেছে এই পর্যটন মেলা। বর্ধমান টাউন হলের মাঠে, প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ পর্যন্ত চলছে এই মেলা। থাকছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের হোটেল মালিক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও ব্যবসায়ীরা।
advertisement
4/7
উদ্যোক্তারা বলেন, বর্ধমান পশ্চিমবঙ্গের একটি কমিউনিকেশন হাব। তাই এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যদি সংগঠিত হয়ে বর্ধমানকে একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র হিসাবে সকলের সামনে তুলে ধরতে পারেন, সেটা আমাদের বিরাট সাফল্যের হবে। এই মেলার উদ্দেশ্য মূলত বর্ধমান ও বর্ধমানবাসীকে সবদিক দিয়ে পর্যটন শিল্পের সঙ্গে জুড়ে দেওয়া। জেলাকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরিরও চিন্তাভাবনা চলছে।
advertisement
5/7
সংস্থার সহকারী সম্পাদক বলেন, মূলত বর্ধমান শহরকে কেন্দ্র করে এখানকার ভ্রমণার্থীদের নিয়ে এক মিলন মেলা গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য। এতে বর্ধমানবাসীর যে সুবিধা হবে, তা হল একই প্রাঙ্গনের মধ্যে তারা সহজেই পেয়ে যাবেন দেশীয় ও আন্তর্জাতিক ট্যুর সম্পর্কে যাবতীয় তথ্য। পাবেন তাদের পছন্দসই বাজেট।
advertisement
6/7
এই মেলার মাধ্যমে বর্ধমান শহর ও শহরকেন্দ্রিক যে সমৃদ্ধ ইতিহাস তার একটা সুস্পষ্ট ধারণা পাবেন পর্যটন ব্যবসায়ীরা। এখানকার দর্শনীয় স্থানগুলি যেমন, বর্ধমান রাজবাড়ি, ১০৮ শিব মন্দির, কার্জনগেট, সর্বমঙ্গলা মন্দির, মেঘনাদ সাহা প্লানেটরিয়াম, রমনারবাগান, কমলাকান্ত কালীবাড়ি, কঙ্কালেশ্বরী কালীবাড়ি, শের আফগানের সমাধি সহ নিকটবর্তী বোলপুর নিয়ে যদি একটা ২ রাত্রি/৩ দিনের অথবা ৩ রাত্রি বা ৪ দিনের নির্দিষ্ট কিছু প্যাকেজ করা যায়, তবে অন্য রাজ্য ও জেলার মানুষের ক্ষেত্রেও বর্ধমান ভ্রমণের সুবিধা হয়। সে বিষয়েও একটা প্রস্তাবনা তুলে ধরার চেষ্টা করা হবে এই মেলায়।
advertisement
7/7
জেলার পর্যটন ব্যবসায়ী সুজন নন্দী বলেন, বর্ধমান শহর পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও প্রাচীন শহর। এই মেলাতে একদিকে যেমন বর্ধমানের স্থানীয় পর্যটন ব্যবসায়ী অংশগ্রহণ করছেন, তেমনই কলকাতা, উত্তরবঙ্গ, আসাম, আন্দামান ও ভিন রাজ্য থেকেও বিভিন্ন পর্যটন ব্যবসায়ীরাও এসেছেন। এছাড়াও মেলা উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tourism Fair: বর্ধমানে এমন মেলা আগে হয়নি, না গেলে আফসোসে মাথা ঠুকবেন! এমন সুযোগ কিন্তু বারবার আসে না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল