Dog Lover: দেখলে কান্না পাবে, মুখে আটকে প্লাস্টিকের কৌটো! আমিরের উদ্যোগে প্রাণ বাঁচল মা ও ৬ ছানার
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Bardhaman News Dog Lover: তিনি যেন ত্রাতা, ওরা বিপদে পড়েছে খবর পেলেই নিজের মোটরসাইকেল নিয়ে ছুটে যান আমির শেখ। অবলা প্রাণীগুলির মুখে বলতে না পারা কথা তিনি যেন বুঝে যান এক নিমেষেই।
advertisement
1/5

পথকুকুরদের কাছে যেন ত্রাতা তিনি, ওরা বিপদে পড়েছে খবর পেলেই নিজের মোটরসাইকেল নিয়ে ছুটে যান পশুপ্রেমী আমির শেখ। অবলা প্রাণীগুলির মুখে বলতে না পারা কথা তিনি যেন বুঝে যান এক নিমেষেই। এবার তাঁর উদ্যোগে রক্ষা পেল সাতটি প্রাণ। (ছবি ও তথ্য: সায়নী সরকার )
advertisement
2/5
ডাঙ্গাপাড়া বাদশাহী রোডে তিন দিন ধরে মুখে প্লাস্টিকের কৌটো আটকে কষ্ট পাচ্ছিল একটি মা পথকুকুর। আর তার সঙ্গে ছিল ছয়টি ছোট্ট ফুটফুটে বাচ্চা।
advertisement
3/5
বিষয়টি নজরে আসে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের। তিনি তাঁর সিকিউরিটিদের দিয়ে কুকুরটির মুখ থেকে কৌটো বের করার চেষ্টা করেন কিন্তু না পেরে অবশেষে তিনি খবর দেন ভাতারের মুরাতিপুরের বাসিন্দা আমির শেখকে।
advertisement
4/5
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান আমির কিন্তু সারাদিন খোঁজাখুঁজির পরও প্রথম খোঁজ মেলেনি কুকুরটির। এলাকাবাসীদের কাছ থেকে তিনি জানতে পারেন মা কুকুরটি সদ্য ছটি বাচ্চা হয়েছে। তাই প্রথম তিনি বাচাগুলোকে খুঁজে বের করে নিরাপদ জায়গায় রাখে এবং দ্বিতীয় দিন মা কুকুর থেকে খুঁজে বের করেন। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর কৌটোটি বের করা সম্ভব হয়।
advertisement
5/5
পশুপ্রেমী আমির শেখ বলেন, আমরা অনেকেই পুরনো খালি কৌটো রাস্তায় ফেলে দিই, বিশেষ করে চায়ের দোকানের বিস্কুটের খালি কৌটো। খাবারের গন্ধ পেয়ে খেতে গিয়ে কৌটোগুলিতে মুখ আটকে যায় এই অবলা প্রাণীগুলির। সবার কাছে অনুরোধ করব একটু সচেতন হওয়ার জন্য। কারণ এই মা কুকুরটির মুখ থেকে কৌটোটি না বের করা গেলে মা কুকুরটির পাশাপাশি খেতে না পেয়ে মারা যেত আরও ছয়টি অবলা প্রাণ। সভাধিপতি আমার সঙ্গে দেখা করেছেন এবং পরবর্তীতে প্রয়োজনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dog Lover: দেখলে কান্না পাবে, মুখে আটকে প্লাস্টিকের কৌটো! আমিরের উদ্যোগে প্রাণ বাঁচল মা ও ৬ ছানার