Durga Puja 2025: অভিনব থিমের ছড়াছড়ি, হাওড়া-হুগলি থেকেও ছুটে আসছে মানুষ! ঘরে বসেই দেখুন ঘাটালের কিছু নজরকাড়া মণ্ডপ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Durga Puja 2025: স্থানীয়দের পাশাপাশি মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রভৃতি জেলা থেকেও দর্শনার্থীরা ঘাটাল মহকুমায় ছুটে আসছেন। বিশেষত ঘাটালের অভিনব থিমের মণ্ডপগুলিতে মানুষের ঢল নামছে।
advertisement
1/6

ঘাটালে দুর্গোৎসবে রেকর্ড ভিড়, রাস্তায় জনজোয়ার। দুর্গাপুজো উপলক্ষে ঘাটাল মহকুমাজুড়ে দর্শনার্থীদের ঢল নেমেছে। রাত যত বাড়ছে, ভিড় যেন রাস্তায় উপচে পড়ছে। বিশেষ করে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক ও দাসপুর-ঘাটালের একাধিক রাজ্য সড়কে ভিড়ের চাপ। ঘাটালের বিভিন্ন মণ্ডপে অভিনব থিমের ছড়াছড়ি থাকায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। স্থানীয়দের পাশাপাশি আশেপাশের জেলা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
2/6
এই বছর ঘাটাল মহকুমার দুর্গোৎসবে নজিরবিহীন ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যা গড়াতেই শুরু হয় মানুষের ভিড়। রাত যত বাড়ছে, ততই ভিড় জমছে রাস্তায় ও মণ্ডপে। ঘাটালের বিভিন্ন পুজো মণ্ডপে থিমের বৈচিত্র্য দর্শকদের মন কেড়েছে। সৌমিত্র ঘাটি নামে এক দর্শনার্থী জানান, “রাত যত গভীর হয়, মানুষের ঢল ততই বাড়ে।” আশেপাশের জেলাগুলি থেকেও অসংখ্য মানুষ পুজো উপভোগ করতে ঘাটালে আসছেন।
advertisement
3/6
ঘাটালের মণ্ডপে মানুষের ঢল, থিমে মুগ্ধ দর্শক। ঘাটাল মহকুমার পুজো মণ্ডপগুলিতে এই বছর দর্শনার্থীদের ভিড় প্রায় রেকর্ড ছুঁয়েছে। শহর থেকে গ্রাম- সব জায়গাতেই মানুষের ঢল নামছে। অভিনব থিম, আলোকসজ্জা ও শিল্পকর্ম দেখতে রাত গভীর হওয়ার পরও ভিড় কমছে না। দর্শনার্থীরা জানিয়েছেন, ঘাটালের পুজো শুধু স্থানীয় মানুষ নয়, আশেপাশের জেলা থেকেও অসংখ্য মানুষকে টানছে। দাসপুর-ঘাটাল সড়ক সহ একাধিক রাজ্য সড়কে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
4/6
ঘাটাল মহকুমার মণ্ডপে মণ্ডপে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। থিমপুজোর জৌলুস বাড়াতে প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা ও সৃজনশীলতার ছোঁয়া। ঘাটাল-পাঁশকুড়া ও দাসপুর-ঘাটালের রাজ্য সড়কগুলি দর্শনার্থীদের ভিড়ে কার্যত রঙিন মেলায় পরিণত হয়েছে। দর্শনার্থীরা বলছেন, “এত মানুষের ভিড় আগে দেখা যায়নি।”
advertisement
5/6
স্থানীয়দের পাশাপাশি মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রভৃতি জেলা থেকেও দর্শনার্থীরা ঘাটাল মহকুমায় ছুটে আসছেন। বিশেষত ঘাটালের অভিনব থিমের মণ্ডপগুলিতে মানুষের ঢল নামছে। দর্শকদের দাবি, থিমের বৈচিত্র্যই এই ভিড় বাড়ার অন্যতম কারণ।
advertisement
6/6
পুজো ঘিরে ঘাটালে উচ্ছ্বাস তুঙ্গে। দুর্গোৎসবের আবহে ঘাটাল মহকুমায় এই বছর দর্শনার্থীদের রেকর্ড ভিড় জমেছে। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় দেখে স্থানীয়রাও বিস্মিত। থিমপুজোর জাঁকজমক দর্শকদের মুগ্ধ করছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: অভিনব থিমের ছড়াছড়ি, হাওড়া-হুগলি থেকেও ছুটে আসছে মানুষ! ঘরে বসেই দেখুন ঘাটালের কিছু নজরকাড়া মণ্ডপ