TRENDING:

Digha: জন্মাষ্টমীতে মাত্র ৪৫ টাকায় সোজা দিঘা! এমন মোক্ষম সুযোগ আগে হয়নি, কীভাবে জানুন

Last Updated:
Digha: দিঘা আসতে মন চাইছে কিন্তু পকেটে টাকা কম, তাহলে মাত্র ৪৫ টাকায় দিঘা আসুন! দিঘা যাওয়ার খরচ আরও সস্তা হল। এবার মাত্র ৪৫ টাকা খরচ করে পৌঁছে দিতে পারবেন দিঘা। 
advertisement
1/9
জন্মাষ্টমীতে মাত্র ৪৫ টাকায় সোজা দিঘা! এমন মোক্ষম সুযোগ আগে হয়নি, কীভাবে জানুন
*দিঘা আসতে মন চাইছে কিন্তু পকেটে টাকা কম, তাহলে মাত্র ৪৫ টাকায় দিঘা আসুন! দিঘা যাওয়ার খরচ আরও সস্তা হল। এবার মাত্র ৪৫ টাকা খরচ করে পৌঁছে দিতে পারবেন দিঘা। কি শুনে চমকেযাচ্ছেন তো! বাঙালি প্রিয় গন্তব্য গুলির মধ্যে অন্যতম দিঘা। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
advertisement
2/9
*ভ্রমনপ্রিয় বাঙালি হাতের কাছে সমুদ্র সৈকত দিঘা একটি পছন্দের জায়গা। যেকোনওছুটিতে বা কাজের ফাঁকে সপ্তাহান্তে দিঘা সময় কাটাতে চায় সমুদ্রপ্রেমী বাঙালিরা। বর্ষায় মাত্র ৪৫ টাকা খরচ করে দিঘা পৌঁছে যাওয়া যাবে। শুধু বর্ষার সময় নয় বছরের যে কোনও সময় হাওড়া থেকে ভাইয়া মেছাদা বা পাঁশকুড়া হয়ে লোকাল ট্রেনে করে অল্প খরচেই দিঘা পৌঁছে যাওয়া যায়। ফাইল ছবি। 
advertisement
3/9
*বর্তমান সময়ে শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই বাঙালির গোয়া দিঘায় পর্যটকদের ঢল নামছে। ছুটির দিন ও উইকেন্ড গুলিতে ভিড়ে পরিমান আরও বেশি। সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে দিঘার রূপ খোলনলচে পাল্টে গিয়েছে। ফাইল ছবি। 
advertisement
4/9
*দিঘার এই নতুন রূপ পর্যটকদের আরওবেশি করে আকর্ষিত করছে। আবার বর্ষার সময়ে দিঘার ভয়ংকর সুন্দর রূপের প্রেমে পড়ে বাঙালি পর্যটকেরা। তাই বর্ষাকালে ছুটির দিন ও উইকএন্ডগুলিতে দিঘা সুন্দরীর রূপের টানে ছুটে আসেন বাঙালিরা। অনেকেই দিঘা বেড়াতে এসে বাজেটের কথা মাথায় রাখেন। ফাইল ছবি। 
advertisement
5/9
*কম খরচে দিঘা সমুদ্রে প্রিয়জন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে উল্লশিত মুহূর্ত কাটাতে চান। পর্যটকদের জন্য অত্যন্ত উপযোগী হবে মাত্র ৪৫ টাকায় দিঘার আসা। ফাইল ছবি। 
advertisement
6/9
*বাঙালির প্রিয় গন্তব্য গুলির মধ্যে অন্যতম দিঘা। ভ্রমন প্রিয় বাঙালি হাতের কাছে সমুদ্র সৈকত দিঘা একটি পছন্দের জায়গা। যেকোনও ছুটিতে বা কাজের ফাঁকে সপ্তাহ শেষে দিঘায় সময় কাটাতে চায় সমুদ্রপ্রেমী বাঙালিরা। এবার দিঘা যাতায়াত মাত্র ১০০ টাকার মধ্যে। ফাইল ছবি। 
advertisement
7/9
*লোকাল ট্রেনে হাওড়া থেকে দিঘা মাত্র ৪৫ টাকা ভাড়া। কোথাও বেড়াতে গেলে বাজেটে অনেক কাটছাট করতে হয়। কম খরচে কীভাবে ঘোরা যায় সেদিকে নজর থাকে মানুষের। সেরকমই কম খরচে কোথাও ঘুরতে যেতে চাইলে, সবচেয়ে আদর্শ জায়গা হল দিঘা। ফাইল ছবি। 
advertisement
8/9
*হাওড়া থেকে দিঘা পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন নেই। হাওড়ায় লোকাল ট্রেনের চেপে মেচেদা কিংবা পাঁশকুড়া আসার পর আবার দিঘা-গামী লোকাল ট্রেনে চেপে সহজে পৌঁছে যাওয়া যায় দিঘা। প্রতিদিন সকাল ৮:০২ মিনিটে মেচেদা স্টেশন থেকে দিঘার উদ্দেশ্যে লোকাল ট্রেন ছেড়ে যায়। মেচেদা থেকে দিঘার ভাড়া মাত্র ৩০ টাকা। ফাইল ছবি। 
advertisement
9/9
*হাওড়া থেকে মেচেদার লোকাল ট্রেন ভাড়া ১৫ টাকা। ফলে ৪৫ টাকা দিয়ে হাওড়া থেকে দিঘা পৌঁছানো সম্ভব। হাওড়া থেকে লোকাল ট্রেনে দিঘা আসতে মোটামুটি পাঁচ ঘণ্টার একটু বেশি সময় লাগে। ফিরতি পথে আবার লোকাল ট্রেনে করে মেচেদা থেকে হাওড়া ফেরা যায়। মোট ৯০ টাকা খরচ করে লোকাল ট্রেনে হাওড়া থেকে দিঘা যাতায়াত করা অনেকটাই দিঘা বেড়ানোর খরচ সাশ্রয় হবে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: জন্মাষ্টমীতে মাত্র ৪৫ টাকায় সোজা দিঘা! এমন মোক্ষম সুযোগ আগে হয়নি, কীভাবে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল