TRENDING:

Digha: রাত হোক বা দিন, সারাদিনই চলছে...! 'দানা'-র ঝাপটা কাটতেই দিঘার সমুদ্রে এসব কী হচ্ছে? শুনলে আর যাবেন না

Last Updated:
Digha: শনিবার থেকেই উঠে গিয়েছে হোটেল বুকিং এ নিষেধাজ্ঞা। দিঘায় আবারও পর্যটকদের ভিড় বাড়ছে। সামনেই কালীপুজো ও উইকেন্ড দিঘায় হোটেল বুকিং এ জোয়ার এসেছে। 
advertisement
1/9
রাত হোক বা দিন, সারাদিনই চলছে...! দিঘার সমুদ্রে এসব কী হচ্ছে? শুনলে আর যাবেন না
বাংলা জুড়ে দীপাবলীর উৎসবের আকাশে হঠাৎই হানা দেয় দানা নামক বিপর্যয়। ‌ উৎসবের মেজাজে দানা কার্যত বাধা হয়ে দাঁড়ায়। দানার প্রভাবে দিঘায় হোটেল বুকিং নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। ‌ এমনকি হোটেল বুকিং থাকলেও পর্যটকদের অনিচ্ছা সত্ত্বেও প্রশাসনের নির্দেশে দিঘা থেকে ফিরে আসতে হয়েছে।
advertisement
2/9
দানা বিপর্যয় কেটে যেতেই আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে দিঘা। শনিবার থেকেই উঠে গিয়েছে হোটেল বুকিং এ নিষেধাজ্ঞা। দিঘায় আবারও পর্যটকদের ভিড় বাড়ছে। সামনেই কালীপুজো ও উইকেন্ড দিঘায় হোটেল বুকিং এ জোয়ার এসেছে। ‌আর তাতেই খুশির হওয়া দিঘা জুড়ে।
advertisement
3/9
একটা সময় দিঘায় সারা বছরে পর্যটকের ভিড় থাকলেও কালীপুজো বা দীপাবলীর উৎসবের সময় পর্যটক এর ভিড় কম থাকত দিঘায়। কিন্তু শেষ কয়েক বছর এই চিত্রটা বদলেছে। বর্তমানে দিঘা পর্যটকের জনজোয়ার সারা বছরই। এর পাশাপাশি বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকের ভিড় তিল ধারনের স্থান থাকে না।
advertisement
4/9
চলতি বছরও সেই রেশ বজায় ছিল পুজোর ছুটিতে। ‌লক্ষ্মীপুজোর পর দিঘায় পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু হঠাৎই দানা নামক দুর্যোগ চিত্রটা বদলে দেয়। দানা দুর্যোগের কারণে হোটেল বুকিং এ নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। উঠেছে সেই নিষেধাজ্ঞা। রবিবার কালীপুজো উপলক্ষে দিঘায় হোটেল বুকিং হয়েছে ভাল পরিমাণ।
advertisement
5/9
দিঘায় হোটেল বুকিং নিয়ে, দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, "ইতিমধ্যেই দিঘায় কালীপুজোর ছুটি উপলক্ষে হোটেল বুকিং শুরু হয়েছে। পর্যটকেরা একসঙ্গে তিন চার দিনের বুকিং করছেন। ভাল পরিমান হোটেল বুকিং চলছে।
advertisement
6/9
সোম ও মঙ্গলবার থেকে এই বুকিং এর পরিমাণ আরও বাড়বে। বুধবারের পর থেকে দিঘার সমস্ত হোটেলেই একশ শতাংশ বুকিং পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায়। একসময় সারা বছর দিঘায় পর্যটক এলেও কালী পুজোর সময় সেই রেশ বজায় থাকত না।
advertisement
7/9
কিন্তু বিগত দু-তিন বছর সেই চিত্র বদলেছে। বর্তমানে কালীপুজোর ছুটিতেও সময় বহু সংখ্যক পর্যটক দিঘায় আসছেন। হোটেল বুকিং এর বহর দেখে বলা যায় এবারও তার অন্যথা হবে না।''
advertisement
8/9
বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে না, এর পাশাপাশি সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের। বছরের পর বছর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে।
advertisement
9/9
উইকেন্ড থেকে ছুটি বা উৎসবের দিনগুলিতে পর্যটকের ভিড় কার্যত মুখের হাসি চাওড়া করেছে হোটেল ব্যবসায়ী থেকে দিঘার সাধারণ ব্যবসায়ীদের মনে। কালীপুজো উপলক্ষে টানা ৩-৪ দিনের হোটেল বুকিং চলছে আর তাতেই খুশির হাওয়া দিঘা জুড়ে। 
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: রাত হোক বা দিন, সারাদিনই চলছে...! 'দানা'-র ঝাপটা কাটতেই দিঘার সমুদ্রে এসব কী হচ্ছে? শুনলে আর যাবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল