Suri Bus Stand History: সিউড়ির গর্ব! ভুতুবাবুর বাসস্ট্যান্ড কীভাবে বদলে গেল নেতাজি সুভাষ বাসস্ট্যান্ডে? জানুন অজানা ইতিহাস
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
ভুতু বাবুর ব্যক্তিগত গ্যারেজ থেকে রাজ্যপালের উদ্বোধনে নেতাজি সুভাষ বাস টার্মিনাস, বীরভূমের প্রথম সরকারি জমিতে গড়ে ওঠা বাসস্ট্যান্ডের অজানা ইতিহাস
advertisement
1/5

বীরভূমের সদর শহর সিউড়ির পরিবহন পরিষেবা এক অনন্য ইতিহাস বহন করে। জেলার প্রথম বাসস্ট্যান্ড হিসেবে পরিচিত বর্তমানের নেতাজি বাসস্ট্যান্ডের জন্মের আগে ছিল একেবারে স্থানীয় উদ্যোগে গড়ে ওঠা এক প্রাথমিক বাস পরিষেবার কাহিনি। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
সরকারি উদ্যোগের বহু আগে সিউড়িতে বাস পরিষেবা চালু করেছিলেন ভুতু বাবু। তাঁর নিজস্ব উদ্যোগে তৈরি হয়েছিল 'ভুতু বাবুর বাসস্ট্যান্ড'। এখান থেকেই সিউড়ি ও সাঁইথিয়া, সিউড়ি-আহমেদপুর ও সিউড়ি-দুবরাজপুর রুটে তাঁর নিজের বাস চলত। ইংল্যান্ডের তৈরি বেডফোর্ড ইঞ্জিনচালিত এই বাসগুলো পেট্রোলে চলত এবং তাঁর নিজস্ব পেট্রোল পাম্পও ছিল। তখন দুমকা থেকে আসা বাস (ভায়া আসানবনি) থামত মসজিদ মোড়ে।
advertisement
3/5
পরে সরকারি জায়গায় সিউড়িতে প্রথম বাসস্ট্যান্ড তৈরি হয় কোর্টের পশ্চিম দিকে, কালেক্টরেট বিল্ডিংয়ের পিছনে। যা বর্তমানে প্রশাসন ভবন এলাকা। এটি ছিল সিউড়ির বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা।
advertisement
4/5
এর অনেক পরে, ১৯৭৪-৭৫ সালে গড়ে ওঠে বর্তমান নেতাজি বাসস্ট্যান্ড। তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিংহ এই বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন। জেলখানার জমিতে তৈরি এই বাসস্ট্যান্ড ধীরে ধীরে সিউড়ি শহরের প্রধান পরিবহনকেন্দ্র হয়ে ওঠে।
advertisement
5/5
সিউড়ির বাস পরিষেবার বিকাশ নিছক পরিবহনের ইতিহাস নয়, এটি শহরের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের গল্পও। 'ভুতু বাবুর বাসস্ট্যান্ড' থেকে 'নেতাজি বাসস্ট্যান্ড এই যাত্রা আজও বীরভূমের মানুষের গর্ব, যা সিউড়ির ঐতিহ্যকে জীবন্ত রাখে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Suri Bus Stand History: সিউড়ির গর্ব! ভুতুবাবুর বাসস্ট্যান্ড কীভাবে বদলে গেল নেতাজি সুভাষ বাসস্ট্যান্ডে? জানুন অজানা ইতিহাস