Digha Jagannath Temple: সপ্তাহান্তে দিঘা যাওয়ার প্ল্যান করেছেন? প্রথমবার হচ্ছে এমন বিশাল কর্মকাণ্ড! আপনার জন্য অপেক্ষায় দারুণ 'সারপ্রাইজ', মিস করবেন না
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple: দিঘা জগন্নাথ ধামে এই ঝুলন উৎসব চলবে ৯ অগাস্ট পর্যন্ত। রোজ বিকেল চারটে থেকে রাধা মদনমোহনের মূর্তি মন্দিরের দোলনার সামনে নিয়ে এসে পালন করা হচ্ছে এই ঝুলন উৎসব। গাছ-গাছালি ও ফুলে সজ্জিত এই দোলনায় রাধা কৃষ্ণের ঝুলন যেন তৈরি করেছে এক অপরূপ প্রেমের বন্ধনের।
advertisement
1/7

*গৌড়ীয় বৈষ্ণব মতে দিঘার জগন্নাথ ধামে শুরু হল রাধা মদন মোহনের ঝুলন উৎসব। সমুদ্র পাড়ে রাধাকৃষ্ণের এই প্রেমলীলার সাক্ষী থাকতে রোজ বহু মানুষ ভিড় জমাচ্ছেন দিঘা জগন্নাথ ধাম চত্বরে।
advertisement
2/7
*বর্তমানে এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে দিঘা জুড়ে বর্ষা মুখর পরিবেশে তৈরি হয়েছে এক নতুন আধ্যাত্মিক পরিবেশের। মন্ত্রমুগ্ধ এই পরিবেশের সাক্ষী থাকতে রোজ বিকেল থেকে ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমাচ্ছেন মন্দিরে।
advertisement
3/7
*দিঘা জগন্নাথ ধাম সূত্রে খবর, দিঘা জগন্নাথ ধামে এই ঝুলন উৎসব চলবে ৯ আগস্ট পর্যন্ত। রোজ বিকেল চারটে থেকে রাধা মদনমোহনের মূর্তি মন্দিরের দোলনার সামনে নিয়ে এসে পালন করা হচ্ছে এই ঝুলন উৎসব। গাছ-গাছালি ও ফুলে সজ্জিত এই দোলনায় রাধা কৃষ্ণের ঝুলন যেন তৈরি করেছে এক অপরূপ প্রেমের বন্ধনের।
advertisement
4/7
*ঝুলন উৎসব মূলত গৌড়ীয় বৈষ্ণবদের একটি প্রিয় অনুষ্ঠান। মথুরা, বৃন্দাবন, মায়াপুরের মতো স্থানগুলিতে ঘটা করে এই ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয়। দিঘার জগন্নাথ ধামে বর্তমানে রোজই খোল-করতাল সহযোগে নাম-গানের মাধ্যমে চলছে এই ঝুলন উৎসব।
advertisement
5/7
*ঝুলন উৎসবে মূলত ভগবান শ্রীকৃষ্ণ তাঁর যৌবনকালে বৃন্দাবনে যে খেলাগুলি খেলেছিলেন তা উদযাপন করা হয়। যেখানে বিশ্বাস করা হত, তিনি রাধা এবং গোপীনিদের সঙ্গে দোলনায় খেলায় মেতে উঠতেন। সেইমতো সুন্দরভাবে সজ্জিত দোলনা তৈরি করে দিঘায় চলছে এই ঝুলন উৎসব। ইসকনের তরফ থেকে দিঘার জগন্নাথ ধামে কয়েকজন সন্ন্যাসীদের দ্বারা রোজ চলছে এই ঝুলন উৎসব। মন্দিরের মধ্যেই তৈরি করা হয়েছে এই দোলনা। তার সামনে ভগবানকে দোলানোর পাশাপাশি ভক্তিমূলক স্তোত্র পাঠ করছেন ইসকনের সন্ন্যাসীরা।
advertisement
6/7
*দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানান, "প্রায় দু-সপ্তাহ ধরে চলবে এই ঝুলন উৎসব। প্রথম দিন থেকেই বহু মানুষ দিঘার জগন্নাথ ধামের ঝুলন উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন। সুন্দর সুসজ্জিত দোলনা তৈরি করে রোজ ভগবানের এই ঝুলন উৎসব পালন করা হচ্ছে।"
advertisement
7/7
*দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটনের জোয়ার এসেছে। রোজ হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন দিঘার জগন্নাথ ধামে। তারই মাঝে ঝুলন উৎসব উপলক্ষে রোজ সন্ধ্যায় লাইন দিয়ে মানুষ ভিড় জমাচ্ছেন মন্দির চত্বরে। সন্ধ্যায় জগন্নাথের আরতির পাশাপাশি অপরদিকে মন্দিরের মধ্যেই চলছে এই ঝুলন উৎসব। রোজ রাধা মদনমোহনের মুর্তি গর্ভগৃহ থেকে বের করে ঝুলনবেদীর কাছে এনে পালন করা হচ্ছে ঝুলন উৎসব, যা ভগবানের নামগানে তৈরি করছে এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: সপ্তাহান্তে দিঘা যাওয়ার প্ল্যান করেছেন? প্রথমবার হচ্ছে এমন বিশাল কর্মকাণ্ড! আপনার জন্য অপেক্ষায় দারুণ 'সারপ্রাইজ', মিস করবেন না