TRENDING:

Cyclonic Circulation: মৌসুমী অক্ষরেখা সম্বলপুর-পুরী হয়ে বিস্তৃত, দক্ষিণে বাড়বে বৃষ্টি তবে ঝমঝমিয়ে নামবে কবে-কখন

Last Updated:
Cyclonic Circulation: উত্তরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন! কমবে বৃষ্টির ব্যাপকতা, এদিকে দক্ষিণে মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।
advertisement
1/10
মৌসুমী অক্ষরেখা সম্বলপুর-পুরী হয়ে বিস্তৃত, দক্ষিণে বাড়বে বৃষ্টি তবে কখন-কোথায়
মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন এলাকায়। একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত।
advertisement
2/10
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে।
advertisement
3/10
সকাল থেকেই পরিষ্কার আকাশ শিলিগুড়িতে।সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির ব্যাপকতা কমে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।
advertisement
4/10
অবশেষে হাওয়া অফিসের পূর্বাভাস স্বস্তি দেবে উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করছিলেন অনেকে। তবে বৃষ্টি কমলে সেই সম্ভাবনাও কমবে।তবে উত্তরবঙ্গের তিনটে জেলায় বৃষ্টি হবে।
advertisement
5/10
সোমবার বেলা বাড়তেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এছাড়া ওইদিন সবকটি জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
6/10
১৬ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কমবে। যদিও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি আলিপুরদুয়ার ,কোচবিহার জেলার কিছু কিছু অংশে।
advertisement
7/10
কিছু সময় মেঘলা আংশিক মেঘলা থাকলেও কিছু সময় পরিস্কার আকাশ পাবেন। সূর্যের মুখ দেখা যাবে। অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।
advertisement
8/10
একুশে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেনের সম্ভাবনা। ওড়িশা ও অন্ধ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তার প্রভাবেই উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
advertisement
9/10
সোমবার ও মঙ্গলবার দিন স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরো কমবে দক্ষিণবঙ্গে।
advertisement
10/10
শুক্রবার থেকে ফের স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclonic Circulation: মৌসুমী অক্ষরেখা সম্বলপুর-পুরী হয়ে বিস্তৃত, দক্ষিণে বাড়বে বৃষ্টি তবে ঝমঝমিয়ে নামবে কবে-কখন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল