Cyclone Dana Update: ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘দানা’ ! এর অবস্থান এখন কোথায়? জারি সতর্কতা
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Cyclone Dana Alert: গতকাল, মঙ্গলবার রাতে এই সিস্টেমের গতি কিছুটা অবশ্য স্লথ হয়। আজ, বুধবার সকালেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হল নিম্নচাপ।
advertisement
1/9

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে ৷
advertisement
2/9
গতকাল, মঙ্গলবার রাতে এই সিস্টেমের গতি কিছুটা অবশ্য স্লথ হয়। আজ, বুধবার সকালেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হল নিম্নচাপ। আজ, বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
3/9
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। নিম্নচাপের অবস্থান, গতিপ্রকৃতির উপর সর্বদা নজর রেখেছেন আবহবিদেরা। বিশ্লেষণ করে দেখা হচ্ছে উপগ্রহচিত্র। সেই সব ছবি থেকেই এর গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে আগাম সতর্ক করছে হাওয়া অফিস।
advertisement
4/9
মৌসম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গতকালের গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’-এ ঘনীভূত হয়েছে এবং আজ ২৩ অক্টোবর, অক্ষাংশ ১৬.৩° N এবং দ্রাঘিমাংশ ৮৯.৯°-এর কাছাকাছি একই অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং খেপুপাড়া (বাংলাদেশ) থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে রয়েছে। Photo Courtesy: Windy.com
advertisement
5/9
এটি খুব সম্ভবত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২৪ তারিখ ভোরের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ২৪ তারিখ রাত থেকে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত পুরী ও সাগর দ্বীপের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা দমকা হাওয়ার গতি ৷ সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টা এর গতি হতে পারে ৷
advertisement
6/9
মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপের কারণে বুধবার আন্দামানের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ওড়িশার ভদ্রক, বালেশ্বর, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, পুরী এবং খোরড়া জেলাও ভিজবে ভারী বৃষ্টিতে।
advertisement
7/9
কলকাতা পুরসভার জরুরি বিভাগের সব কর্মীদের ইতিমধ্যেই ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে আজ, বুধবার বেলা দুটো থেকে শনিবার পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিটি বিভাগকে। নিকাশি, উদ্যান, স্বাস্থ্য, বিল্ডিং, আলো ও জঞ্জাল সাফাই বিভাগে চরম সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা পুরসভার সচিব স্বপন কুমার কুন্ডুকে নোডাল অফিসার করে টিম তৈরি হয়েছে প্রতিটি বরোতে।
advertisement
8/9
২৪ ঘণ্টা সতর্ক থাকবে কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের সঙ্গে রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের যোগাযোগ রয়েছে। সাধারণ মানুষ যে কোনও সমস্যায় ২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
advertisement
9/9
★প্রতিটি বরোতে হাইড্রোলিক ল্যডার-সহ গাছ কাটা ও সরানোর জন্য গ্যাং প্রস্তুত থাকবে। থাকবেন নিকাশির কর্মী থেকে বাড়ি ভাঙ্গার কর্মীরাও। ★কলকাতা পুরসভাতেও একটা সেন্ট্রালাইজ টিম থাকবে উদ্ধারকাজ এবং বিপর্যয় মোকাবেলার জন্য। ★প্রস্তুত রাখা আছে ২৬৮টি নিকাশির ক্লিনিং মেশিন। ★৮১ টি পাম্পিং স্টেশন এর সব পাম্প প্রস্তুত রাখা হচ্ছে। ★মোট পাম্পের সংখ্যা ৪৫২ টি। ★ এছাড়াও জল জমতে পারে সেসব জায়গাতেও অতিরিক্ত পাম্প ক্ষমতায়েন রাখা হবে। ★প্রতিটি বরোতে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক-সহ গোটা টিম প্রস্তুত থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Update: ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘দানা’ ! এর অবস্থান এখন কোথায়? জারি সতর্কতা