মন্দারমণি, দিঘা, পুরী...! সাইবার প্রতারণার রমরমা, বুকিং করার আগে ওয়েবসাইট 'নকল' কিনা দেখে নিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
এমন প্রতারণা রুখতে সাইবার সেলের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
advertisement
1/6

সৈকত নগরে সাইবার প্রতারণার রমরমা। বিপাকে পড়ছেন পর্যটকরা। মন্দারমণিকে ঘিরে ছড়িয়ে পড়ছে সাইবার প্রতারণার জাল। প্রতারকদের নতুন কৌশলের শিকার হচ্ছেন পর্যটকেরা।ফাঁদে পড়ে ফেক ওয়েবসাইটে হোটেল বুকিং করে বিপাকে পড়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন পর্যটকেরা।
advertisement
2/6
জনপ্রিয় সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র মন্দারমণিতে ছড়িয়ে পড়েছে সাইবার প্রতারণার নতুন কৌশল। শুধু মন্দারমণি নয়, দিঘা, পুরী, দার্জিলিং গ্যাংটক-সহ একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও পাতা হয়েছে এমন কৌশলী ফাঁদ। ইতিমধ্যেই বহু পর্যটক এই প্রতারণার জালে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও চরম হয়রানির শিকার হয়েছেন বলে খবর।
advertisement
3/6
জানা গেছে, মন্দারমনির একাধিক হোটেলের আসল ওয়েবসাইট হুবহু নকল করে ফেক ওয়েবসাইট বানাচ্ছে প্রতারকরা। এরপর বিভিন্ন অফার ও ডিসকাউন্টের টোপ দিয়ে পর্যটকদের কাছ থেকে অনলাইনে টাকা হাতাচ্ছে তারা। বিশেষ করে ভিড় মরসুমে সক্রিয় হয়ে ওঠেছে এই সাইবার চক্র।
advertisement
4/6
অনেক পর্যটক অনলাইনে বুকিং করে হোটেলে পৌঁছে দেখছেন, সেই বুকিং আসলে ভুয়ো। ফলে ভিড়ের সময় হোটেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানিতে পড়ছেন তাঁরা। শুধু মন্দারমণিতে ইতিমধ্যেই প্রায় পাঁচ শতাধিক পর্যটক এই প্রতারণার শিকার, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
advertisement
5/6
অভিযোগের ভিত্তিতে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সাইবার সেল তল্লাশি চালিয়ে রাজস্থান থেকে ইতিমধ্যেই দুই প্রতারককে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একাধিক আন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিস মিলেছে। প্রশাসন সূত্রে খবর, এই চক্র শুধুমাত্র মন্দারমণি নয়—দিঘা, পুরী, গ্যাংটকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে একইভাবে জাল বিস্তার হয়েছে।
advertisement
6/6
এদিকে, বিষয়টি নিয়ে হোটেল মালিক ও পর্যটকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে— ১)হোটেল বুকিংয়ের আগে ওয়েবসাইটের সত্যতা যাচাই করুন। ২) অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। ৩) সম্ভব হলে সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বুকিং করুন। এমন প্রতারণা রুখতে সাইবার সেলের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মন্দারমণি, দিঘা, পুরী...! সাইবার প্রতারণার রমরমা, বুকিং করার আগে ওয়েবসাইট 'নকল' কিনা দেখে নিন