Fish: এক রাতের 'শিকারেই' সুখের দিন ৪ মৎস্যজীবীর জীবনে, কী এমন উঠল জালে! দেখতে ভিড়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Fish: জানা যায়, গত বুধবার কুলপি রাঙাফলার ৫ জন মৎসজীবী নৌকা নিয়ে হুগলি নদীর আগুনের চড়ার কাছে মাছ ধরছিল।
advertisement
1/5

কুল্পী: হুগলি নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ৫ ফুট দৈর্ঘ্যের ১৮ টি নড়ে ভোলা মাছ। (প্রতিবেদন ও ছবি: আনিশ উদ্দিন মোল্লা)
advertisement
2/5
জানা যায়, গত বুধবার কুলপি রাঙাফলার ৫ জন মৎসজীবী নৌকা নিয়ে হুগলি নদীর আগুনের চড়ার কাছে মাছ ধরছিল। সেই সময় তাদের জালে ১৮ টি ৫ ফুট দৈর্ঘ্যের নড়ে ভোলা মাছ ধরা পড়ে।
advertisement
3/5
আজ সকালে মাছগুলি ধরে বাড়িতে নিয়ে আসলে বড় মাছ দেখতে বেলপুকুর এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অবশ্য মৎস্যজীবীরা জানান, মাছগুলি নিলামের জন্য ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে নিয়ে যাওয়া হবে।
advertisement
4/5
জালে ৫ ফুট দৈর্ঘ্যের ১৮টি নড়ে ভোলা মাছ পাওয়ায় বেজায় খুশি বেলপুকুরের মৎস্যজীবীরা।
advertisement
5/5
দিন কয়েক আগেই একটি মাত্র তেলিয়া ভোলা মাছ পেয়ে ভাগ্য খুলে গিয়েছিল সাগরের চার মৎস্যজীবীর। একটি মাত্র ভোলা মাছ। আর তাতেই ভাগ্য খোলে সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর। জালে ওঠে প্রায় ২৫ কিলো ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি৷ মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিন্তপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে যায়। নিলামে প্রায় হাজার টাকা কেজি দরে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fish: এক রাতের 'শিকারেই' সুখের দিন ৪ মৎস্যজীবীর জীবনে, কী এমন উঠল জালে! দেখতে ভিড়