Birbhum Tourism: পরের বার তারাপীঠ গেলে অবশ্যই ঘুরে আসুন মন্দিরের অদূরে এই পুণ্যস্থান
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তারাপীঠ মন্দিরের কাছেই আটলা গ্রামে সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে
advertisement
1/5

বীরভূম,সৌভিক রায়: লাল মাটির জেলা বীরভূমে অবস্থিত মা তারার সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠের মন্দির থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই রয়েছে আর এক আকর্ষণীয় দর্শনীয় স্থান। অনেকেই হয়তো এই পর্যটন স্থলের খোঁজ জানেন না।
advertisement
2/5
হাতে একদিনের ছুটি পেলেই বাঙালি ছুটে আসেন তারাপীঠ, মা তারা দর্শনের জন্য।
advertisement
3/5
তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে অন্য এক আকর্ষণীয় দর্শনীয় স্থান। এবার প্রশ্ন, কীভাবে পৌঁছাবেন এই জায়গায়? তারাপীঠ মন্দিরের বাইরে পেয়ে যাবেন প্রচুর টোটো অথবা অটো। সেই টোটো চেপেই চলে যান সাধক বামাক্ষ্যাপার জন্মস্থানে। ১০০ থেকে ১৫০ টাকা ভাড়ায় পৌঁছে যান সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে এই গ্রামে
advertisement
4/5
সুন্দর এক মনোরম পরিবেশের মধ্যে দেখতে পাবেন সাধক বামাক্ষ্যাপার নতুন এবং পুরানো দুটি বাড়ি। বামাক্ষ্যাপার আদি বাড়ির ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন, সাধক বামাক্ষ্যাপা একতলা থেকে দোতলা যাওয়ার জন্য যে সিঁড়ি ব্যবহার করতেন, সেই সিঁড়ি এখনও যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। সেই সিঁড়িতে প্রত্যেকদিন নিয়ম করে পুষ্প অর্পণ করে পুজো হয়
advertisement
5/5
সাধক বামাক্ষ্যাপার ভাইয়ের নাতির ছেলে শুভেন্দু বিকাশ রায় বন্দোপাধ্যায় বলেন, এই আটলা গ্রামকে তান্ত্রিক ভিটে বলা হয়ে থাকে। শুধু সাধক বামাক্ষ্যাপা নন, তাঁর বাবারও জন্ম এই গ্রামে। বাংলার ১২৪৪ সালের ১২ ফাল্গুন বামাক্ষ্যাপা এই ভিটেতে জন্মগ্রহণ করেন। তাই এবার তারাপীঠ এলে অবশ্যই এই পুণ্যস্থানে ঘুরে আসুন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum Tourism: পরের বার তারাপীঠ গেলে অবশ্যই ঘুরে আসুন মন্দিরের অদূরে এই পুণ্যস্থান