Birbhum News: বিপদে বীরভূম, ভাঙল তিলপাড়ার গেটের এক্সটেনশন অংশের ওয়াটার ডিভাইডার! উত্তরে-দক্ষিণে যোগাযোগে ধস
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: টানা ভারী বৃষ্টির জেরে জলাধারের ১৩, ১৪ ও ১৫ নম্বর গেটের এক্সটেনশন অংশের ওয়াটার ডিভাইডার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।
advertisement
1/4

সিউড়ির তিলপাড়া ব্যারেজে ভয়াবহ বিপর্যয়। টানা ভারী বৃষ্টির জেরে জলাধারের ১৩, ১৪ ও ১৫ নম্বর গেটের এক্সটেনশন অংশের ওয়াটার ডিভাইডার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। দিন দিন বসে যাচ্ছে ডিভাইডারটি, আর তার ফাটলও হয়ে উঠছে আরও গভীর ও ঝুঁকিপূর্ণ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/4
এই পরিস্থিতিতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। আপাতত ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ডিএম ও এসপি নিয়মিত পরিদর্শনে যাচ্ছেন। পূর্ত ও সেচ দফতরের আধিকারিকরাও তদারকিতে রয়েছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/4
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিলপাড়া ব্রিজ রক্ষণাবেক্ষণের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সময়মতো সংস্কার হলে হয়তো এমন বিপর্যয় এড়ানো যেত। প্রশাসনিক নজরদারির অভাব নিয়ে উঠছে প্রশ্ন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/4
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে জরুরি মেরামতির কাজ শুরু হবে। তবে পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে। দ্রুত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিপদে বীরভূম, ভাঙল তিলপাড়ার গেটের এক্সটেনশন অংশের ওয়াটার ডিভাইডার! উত্তরে-দক্ষিণে যোগাযোগে ধস