Birbhum News: বীরভূমের এই মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
নানা অজানা ইতিহাসে ভরা বীরভূম। বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামকে কেন্দ্র করে রয়েছে একাধিক কাহিনী
advertisement
1/5

নানা অজানা ইতিহাসে ভরা বীরভূম। বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামকে কেন্দ্র করে রয়েছে একাধিক কাহিনী। কথিত রয়েছে,কোনও এক সময়ে কৌটেশ্বর রাজার রাজধানী ছিল এই জায়গায়। সেই রাজার নাম অনুসারেই গ্রামের নাম হয় কোটাসুর। এই গ্রামেই রয়েছে কূলদেবতা মদনেশ্বর শিবের মন্দির।
advertisement
2/5
দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই শিব মন্দির দর্শনের জন্য ছুটে আসেন। জানা যায়, মদনেশ্বর শিব ও কোটাসুরকে রক্ষা করার জন্য গ্রামের চারপাশে এক সময়ে ছিল বিশাল প্রাচীর। সেই প্রাচীরের ছিল দু'টি দ্বার।
advertisement
3/5
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, কৌটেশ্বর রাজার আমলে দ্বারবাসিনী কালীর প্রতিষ্ঠা করা হয়।
advertisement
4/5
১৩৭৭ সালে কালীমন্দির নির্মাণ করা হয়। নেপথ্যে ছিল গ্রামের মানুষদেরই প্রচেষ্টা। শোনা যায়, অনেক সাধু এবং সন্ন্যাসীর সাধনাস্থল ছিল এই দ্বারবাসিনী মন্দির। প্রত্যেক অমাবস্যায় এখানে হয় ভক্তদের ভিড় উপচে পড়ে।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামেরই এক পুরোহিত করুণাসিন্ধু রায় মন্দিরে নিত্যপুজো করেন। প্রতি অমাবস্যায় বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে।