Birbhum News: প্রভিডেন্ট ফান্ড থেকে ৮ লক্ষ টাকা তুলে গড়ে তুললেন ‘স্বপ্নপুরী’, অসহায় ২৫ মায়ের পাশে ছবিলা খাতুন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: পুলিশের মহিলা এএসআই ছবিলা খাতুন প্রভিডেন্ট ফান্ড থেকে ৮ লক্ষ টাকা তুলে ও বেতনের বড় অংশ ব্যয় করে গড়ে তুললেন “স্বপ্নপুরী” বৃদ্ধাশ্রম, যেখানে ২৫ জন অসহায় মা পাচ্ছেন নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত।
advertisement
1/5

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: সিউড়ি সংলগ্ন কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় অবস্থিত “স্বপ্নপুরী” বৃদ্ধাশ্রমে উদ্বোধন হল নতুন স্বাস্থ্য পরিষেবা কক্ষের। এদিন দ্বারোঘাটন করেন সিউড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ প্রকাশচন্দ্র বাগ।
advertisement
2/5
ডাঃ বাগ জানান, এই স্বাস্থ্যকক্ষ চালু হওয়ায় আশ্রমের অসহায় মায়েরা চিকিৎসায় দারুণ উপকৃত হবেন। মাসে অন্তত দু’তিন দিন ডাক্তার এসে পরিষেবা দেবেন এবং প্রয়োজনে ফোনে পরামর্শও দেওয়া হবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
এদিন সিউড়ি সদর হাসপাতালের ডাঃ শৈবাল মজুমদার ও নগরী লিভার ফাউন্ডেশনের কর্মকর্তারা বৃদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সংরক্ষণের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
এই আশ্রমের প্রতিষ্ঠাতা ছবিলা খাতুন, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা এএসআই, নিজের গাড়ি বিক্রি করে ও প্রভিডেন্ট ফান্ড তুলে ৮ লক্ষ টাকা সহ বেতনের বড় অংশ ব্যয় করে গড়ে তোলেন “স্বপ্নপুরী”। ২০২২ সালের ২ অক্টোবর তৎকালীন বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
ভারতীয় রেলের আদলে নির্মিত দুটি রুমে ২০ সিটের এই আশ্রমে বর্তমানে ২৫ জন অসহায় মা আশ্রয় পেয়েছেন। কর্ণধার ছবিলা খাতুন বলেন, “এই মায়েদের ভাল রাখার জন্য আমরা চেষ্টা করছি, তবে এর জন্য সকলের সহযোগিতা জরুরি।”ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: প্রভিডেন্ট ফান্ড থেকে ৮ লক্ষ টাকা তুলে গড়ে তুললেন ‘স্বপ্নপুরী’, অসহায় ২৫ মায়ের পাশে ছবিলা খাতুন