TRENDING:

Birbhum News: আনন্দ নয়, এখানে শুধুই বিষাদ! দুর্গাপুজোর সময় এই গ্রামে চলে দাসাই পরব

Last Updated:
আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিজয়া দশমীর দিন পালন করলেন তাঁদের বিশেষ উৎসব ‘দাসাই পরব’।
advertisement
1/4
আনন্দ নয়, এখানে শুধুই বিষাদ! দুর্গাপুজোর সময় এই গ্রামে চলে দাসাই পরব
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: গোটা রাজ্য যখন দুর্গাপুজোর আনন্দ-উৎসবে মেতে উঠেছে, সেই সময় বীরভূমের খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্রামে একেবারেই ভিন্ন আবহ তৈরি হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিজয়া দশমীর দিন পালন করলেন তাঁদের বিশেষ উৎসব ‘দাসাই পরব’।
advertisement
2/4
এই দিনে গ্রামের বিভিন্ন রাস্তায় ও বাজারে ঢোল, মাদল, করতালের তালে শুরু হয় বিশেষ নৃত্য ‘দাসাই নাচ’। তাঁদের বিশ্বাস, ছদ্মবেশে লুকিয়ে থাকা ‘হুদুড় দুর্গা’-কে খুঁজে বের করতেই এই নাচের আয়োজন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/4
স্থানীয় বাসিন্দারা জানান, বহু শতাব্দীর ঐতিহ্য বহন করছে এই ‘দাসাই পরব’। সমাজ পাল্টালেও খয়রাশোল ব্লকের আদিবাসীরা এখনও গর্বের সঙ্গে নিজেদের এই আচার-অনুষ্ঠান পালন করেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/4
যখন জেলার প্রতিটি পুজোমণ্ডপে চলছে আনন্দ-উল্লাস, তখন বাবুইজোড় গ্রামে ভিন্ন আবেগে ভেসে উঠল শোকের উৎসব। ‘দাসাই পরব’ তাঁদের কাছে কেবল উৎসব নয়, বরং নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস ও অস্তিত্ব রক্ষার প্রতীক।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আনন্দ নয়, এখানে শুধুই বিষাদ! দুর্গাপুজোর সময় এই গ্রামে চলে দাসাই পরব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল