TRENDING:

Nadia News: গ্রাম বাংলার নৃত্যশিল্পীদের দারুণ সুযোগ! প্রতিভাবানদের বড় বড় মঞ্চে সুযোগ করে দিতে বিশেষ আয়োজন

Last Updated:
জেলার নৃত্য শিল্পীদের নিয়ে শহরে অনুষ্ঠিত হল নৃত্য প্রদর্শনী। সম্প্রতি শহরে হয়ে গেল নটরাজ নৃত্য মহোৎসবের তৃতীয় সংস্করণ।
advertisement
1/6
বাংলার গ্রামের প্রতিভাবান শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের এবার বড় সুযোগ শহরতলিতে
জেলার নৃত্য শিল্পীদের নিয়ে শহরে অনুষ্ঠিত হল নৃত্য প্রদর্শনী। সম্প্রতি শহরে হয়ে গেল নটরাজ নৃত্য মহোৎসবের তৃতীয় সংস্করণ।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল গ্রামীণ বাঙলার প্রতিভাবান শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মঞ্চ প্রদান করা, যারা সাধারণত শহরে নৃত্য পরিবেশনা করার সুযোগ পান না।
advertisement
3/6
এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বিভিন্ন জেলা ও গ্রাম থেকে আসা শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের এক অনন্য প্রদর্শনী। নতুন জলপাইগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি সহ বিভিন্ন এলাকায় থেকে শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। এটি স্থানীয় প্রতিভা সঠিক মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
advertisement
4/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন ভারতনাট্যম গুরু খগেন্দ্রনাথ বর্মণ, ড. অর্কদেব ভট্টাচার্য, কর্নাটক থেকে শ্রী কুমার করিয়াপ্পা, খ্যাতনামা নৃত্যশিল্পী মালবিকা সেন, শ্রী উতপল কুণ্ডু এবং ওড়িশি নৃত্যশিল্পী শিব নারায়ণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/6
নটরাজ নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আয়োজক পরমিতা মন্ডল এই উদ্যোগের পিছনের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, "আমরা বিদ্যালয়ের সঙ্গে মিলে এই শাস্ত্রীয় নৃত্য প্রদর্শনী প্রতি বছর আয়োজন করি। আমরা চাই সরকারী সহায়তা, যাতে এই শিল্পটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং গ্রামীণ নৃত্যশিল্পীরা বৃহত্তর মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারে।"
advertisement
6/6
এ বছরের মহোৎসবটি গ্রামীণ এলাকাগুলির সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃত্যশিল্পের মূল্য সংরক্ষণ ও উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে শহরতলীর মত গ্রামের অভিজ্ঞ নৃত্যশিল্পীরাও সুযোগ পাবেন বড়মঞ্চে তাদের শিল্পকলা তুলে ধরার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Nadia News: গ্রাম বাংলার নৃত্যশিল্পীদের দারুণ সুযোগ! প্রতিভাবানদের বড় বড় মঞ্চে সুযোগ করে দিতে বিশেষ আয়োজন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল