দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররাই নিজেদের উদ্যোগে মেরামত করছেন খারাপ রাস্তা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: সকাল থেকেই জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানস অধিকারী এবং এক সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি।
advertisement
1/6

পুলিশ যখন রাস্তা সারানোর ভূমিকায়। জানা যাচ্ছে নাদনঘাট থানার অন্তর্গত এসটি কে কে রোডের নান্দাই ব্রিজ সংলগ্ন একটি জায়গায় রাস্তায় অনেকখানি গর্ত হয়ে যায়। বৃষ্টির কারণে সেখানে জল ও জমে। ছোটখাটো দুই একটি দুর্ঘটনাও ঘটে বলে জানা যাচ্ছে এই খারাপ রাস্তার কারণে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
সকাল থেকেই জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানস অধিকারী এবং এক সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি। এই দুজন তৎপরতার সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েন।
advertisement
3/6
নাদন ঘাট থানার অধীনে পড়া রাজ্য সড়ক, যা প্রতিদিন বহু ছোট বড় মাঝারি যানবাহন চলাচলের পথ, সেই রাস্তা বহুদিন ধরেই বড় বড় গর্তে ভর্তি ছিল। বর্ষার জলে সেই গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল।
advertisement
4/6
এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, “যেখানে অনেক সময় আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকি, সেখানে পুলিশ নিজে উদ্যোগ নিয়ে কাজ করায় আমরা সত্যিই কৃতজ্ঞ।”
advertisement
5/6
কর্তব্যরত এক পুলিশ অধিকর্তা জানান, “রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিনই কেউ না কেউ ছোটোখাটো দুর্ঘটনার শিকার হচ্ছিল। তাই আর দেরি না করে নিজেরাই সামান্য মেরামতের কাজ করে পথ চলার উপযুক্ত করে তোলার চেষ্টা করেছি।”
advertisement
6/6
এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করে, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষা করেই থেমে থাকেন না—মানবিক মুখ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকেন যে কোনও সময়ে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররাই নিজেদের উদ্যোগে মেরামত করছেন খারাপ রাস্তা