Barasat News: বারাসাতবাসীর জন্য বড় খবর! কী হতে চলেছে এমন? না জানলে বড় বিপদে পড়বেন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Barasat News: প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কার্নিভাল উপলক্ষে যশোর রোড ও টাকি রোডের একাংশে দুপুরের পর থেকে যান চলাচল বন্ধ রাখা হবে।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: কার্নিভাল উপলক্ষে বন্ধ থাকবে বারাসাতের গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক। তাই বাইরে বেরোনোর আগে এই তথ্য না জানলে সমস্যায় পড়তে হতে পারে আপনাকেও
advertisement
2/6
কার্নিভাল উপলক্ষে ইতিমধ্যেই বিশেষ ট্রাফিক ব্যবস্থার রূপরেখা তৈরি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। শুধু বারাসাত নয়, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ এবং বসিরহাটে পৃথক ভেন্যুতে আয়োজিত হবে এই কার্নিভাল বলে জানা গিয়েছে
advertisement
3/6
জেলা সদর বারাসাতে মোট ১৩টি পুজো সম্বলিত কার্নিভাল বিকেল চারটেই শুরু হবে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কার্নিভাল উপলক্ষে যশোর রোড ও টাকি রোডের একাংশে দুপুরের পর থেকে যান চলাচল বন্ধ রাখা হবে
advertisement
4/6
যতক্ষণ কার্নিভাল চলবে, ততক্ষণই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বিকল্প রুট হিসেবে বাস গুলিকে ডাকবাংলো, রথতলা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। টোটো ও অটোকেও ভেতরের রাস্তা দিয়ে ঘোরানো হবে
advertisement
5/6
ইতিমধ্যেই জাতীয় সড়কের দুপাশে রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। চাঁপাডালি এলাকায় কার্নিভালের মূল মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। মঞ্চের সামনে থাকছে "ক্যামেরা পারসনসদের বিশেষ কর্নার" এছাড়াও আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য
advertisement
6/6
ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় জানান, কার্নিভাল চলাকালীন যশোর রোড দিয়ে কোনও যান চলাচল করবে না। সকলের সহযোগিতায় এবারের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করেন তিনি। এখন অপেক্ষা কার্নিভাল শুরুর
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Barasat News: বারাসাতবাসীর জন্য বড় খবর! কী হতে চলেছে এমন? না জানলে বড় বিপদে পড়বেন