TRENDING:

Barasat: বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তিতে বিশেষ শ্রদ্ধা, বারাসতে বঙ্কিমচন্দ্রের স্মৃতিজড়িত ভবন পেল 'হেরিটেজ' স্বীকৃতি

Last Updated:
ব্রিটিশ আমলের ইতিহাসের নিদর্শন, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিজড়িত বারাসতের পুরনো ম্যাজিস্ট্রেট অফিস অবশেষে পেল রাজ্যের হেরিটেজ তকমা
advertisement
1/7
বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তিতে বারাসতে বঙ্কিমচন্দ্রের স্মৃতিজড়িত ভবন পেল হেরিটেজ তকমা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ব্রিটিশ আমলের ইতিহাসের নিদর্শন, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিজড়িত বারাসতের পুরনো ম্যাজিস্ট্রেট অফিস অবশেষে পেল রাজ্যের হেরিটেজ তকমা
advertisement
2/7
দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকা ঐতিহাসিক ভবনটিকে এবার নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন
advertisement
3/7
জানা গিয়েছে, জেলা নগর ও দায়রা আদালতের পার্শ্ববর্তী ওই ইংরেজ আমলের লালচে ভবনটি একসময় ছিল বারাসতের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কার্যালয়। এখানেই কর্মরত ছিলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৪ সালের ৪ মে তিনি প্রথমবার বারাসতের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন এবং সেই বছরের সেপ্টেম্বর মাসে বদলি হয়ে যান অন্যত্র
advertisement
4/7
পরবর্তীতে ১৮৮২ সালে তিনি ফের এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
advertisement
5/7
দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল ঐতিহাসিক এই ভবনটি। আগাছায় ঢেকে গিয়েছিল চত্বর, দেওয়াল ক্ষয়ে গিয়েছিল জায়গায়-জায়গায়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতেই অবশেষে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ভবনটিকে ‘হেরিটেজ’ ঘোষণা করেছে। জেলা প্রশাসনকে ইতিমধ্যেই ভবনের সংস্কার ও পুনর্নির্মাণের বিস্তারিত এস্টিমেট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে
advertisement
6/7
প্রসঙ্গত, ৭ নভেম্বর, বিশেষ এক ঐতিহাসিক দিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্‌’-এর ১৫০ বছর পূর্ণ হচ্ছে। ১৮৭৫ সালের এই দিনেই তাঁর সম্পাদিত সাহিত্যপত্র ‘বঙ্গদর্শন’-এ প্রথম প্রকাশিত হয়েছিল ‘বন্দে মাতরম’। নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসেই এই অমর সঙ্গীত রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র। ফলে, এই দিনে তাঁর কর্মস্থল বারাসতের ঐতিহাসিক ভবনের হেরিটেজ তকমা পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ
advertisement
7/7
এই দিনটি স্মরণে কাঁঠালপাড়ায় ভারত সরকার ও সেনাবাহিনীর উদ্যোগে বিশেষভাবে পালিত হয় বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Barasat: বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তিতে বিশেষ শ্রদ্ধা, বারাসতে বঙ্কিমচন্দ্রের স্মৃতিজড়িত ভবন পেল 'হেরিটেজ' স্বীকৃতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল