TRENDING:

ফোর স্টেপ পদ্ধতি, একটু ভাল আবহাওয়া পেলেই তরতরিয়ে বাড়ে গাছ...! ব্যাপক চাহিদা বাংলার এই জেলায় তৈরি বীজের

Last Updated:
বীজ রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া এছাড়া রাজ্যের বাইরে অসম, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং বিহার।
advertisement
1/6
ব্যাপক চাহিদা বাংলার এই জেলায় তৈরি বীজের
বাঁকুড়ার আবহাওয়া যথেষ্ট গরম এবং জলের পরিমাণ তুলনামূলকভাবে অন্যান্য জেলার থেকে কম। সেই কারণে বিবর্তিত হয়ে বাঁকুড়ায় যে বীজগুলি উৎপাদন করা হয় সেগুলি যথেষ্ট "রেসিলিয়েন্ট" অর্থাৎ চরমভাবাপন্ন পরিস্থিতিতেও অঙ্কুরোদগম করতে সক্ষম।
advertisement
2/6
সেই কারণে বাঁকুড়া বীজ তৈরির একটি হাব হওয়ার পথে অগ্রসর হয়েছে। বাঁকুড়ার বীজ রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া এছাড়া রাজ্যের বাইরে অসম, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং বিহার। ফোর স্টেপ পদ্ধতিতে তৈরি করা হয় বীজ।
advertisement
3/6
বাঁকুড়া কেন একটি সিড হাব। বাঁকুড়ার আবহাওয়া চরমভাবাপন্ন। একটি বীজ অঙ্কুরিত হতে যথেষ্ট বেগ পেতে হয়। সে কারণে বাঁকুড়ার বীজ যখন উপযুক্ত আবহাওয়া পায় তখন তরতর করে বেড়ে ওঠে।
advertisement
4/6
যে সকল সার্টিফাইড এবং টিএল বীজ রয়েছে সেগুলি আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং অঙ্কুরোদগমের পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করলে তবেই রফতানি করা হয়। এছাড়াও রয়েছে আরএনডি অর্থাৎ রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং। একটি সুস্থ বীজ আগামী দিনের খাদ্যের সংকট মেটাতে পারে।
advertisement
5/6
বীজ উৎপাদনকারী এক সংস্থার ম্যানেজার জানান, "বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে একাধিক বীজ উৎপাদনের ইউনিট। বাঁকুড়া রেসিলিয়েন্ট বীজ পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।"
advertisement
6/6
বাঁকুড় জেলায় বীজ উৎপাদন এবং সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়, যেখানে কৃষকদের বীজ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। বাঁকুড় জেলায় কৃষি মেলা এবং বীজ উৎসবের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের বীজ এবং কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয়। অর্থাৎ বীজ তৈরি নিয়ে যথেষ্ট সিরিয়াস জেলা বাঁকুড়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ফোর স্টেপ পদ্ধতি, একটু ভাল আবহাওয়া পেলেই তরতরিয়ে বাড়ে গাছ...! ব্যাপক চাহিদা বাংলার এই জেলায় তৈরি বীজের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল