Model School: পাখির বাসা থেকে পরিবেশবান্ধব কলম, আরও কতকি! বাঁকুড়ার এই শুধু স্কুল, রাজ্যের গর্ব
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদি বিদ্যালয় নজির গড়ছে রাজ্যে
advertisement
1/6

বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এমন একটি বই ব্যাঙ্ক নজর কেড়েছে গোটা শহরের। এর আগেও এই বিদ্যালয় নজরকাড়া সব কাজ করেছে। এবার জনকল্যাণকর একটি কাজ করে অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করল এই বিদ্যালয়।
advertisement
2/6
বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্তর উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে বানিয়েছেন নারকেলের ছোবড়া দিয়ে তৈরি কয়েকটি পাখির বাসা।
advertisement
3/6
পাখির বাসাগুলি দেখতে খুব মিষ্টি। ঠিক যেমন বাবুই পাখির বাসা হয় তেমনটা। উল্টো কলসির মত দেখতে। বাসার মাঝখানের পেটটা মোটা, রয়েছে একটি বড় গর্ত। এই গর্ত দিয়েই যাতায়াত করতে পারবে পাখিরা।
advertisement
4/6
বাঁকুড়ার এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এগিয়ে এসেছে পরিবেশ বান্ধব কলম তৈরি করতে। কলমগুলি তৈরি করছে ছোট ছোট শিশুরা। প্রত্যেকটি কলম তৈরি হয়েছে কাগজকুচি, কার্ডবোর্ড, আঠা এবং বাজার থেকে কিনে আনা পেনের সিস। প্রত্যেকটি পেন পরিবেশ বান্ধব এবং লেখার উপযোগী। নিজেদের পেন নিজেরাই তৈরি করছে শিশুরা।
advertisement
5/6
বাঁকুড়া শহর সংলগ্ন কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক চন্দন দত্তের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা তৈরি করছে পরিবেশবান্ধব পেন। প্রত্যেকটি পেনের পিছনে রয়েছে একটি করে বীজ। অর্থাৎ পেনটির কালি শেষ হয়ে গেলে ছুঁড়ে দেওয়ার পর একটি গাছ জন্ম নিতে পারে।
advertisement
6/6
প্রধান শিক্ষক চন্দন দত্ত জানান, মাটির কলসিতে লাল কাপড় মুড়ে রাখা আছে। যাতে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে। তপ্ত গরমে বাচ্চারা এসে জল পান করে। কিন্তু অনেকেই ভুলে যায় সেই কথা। সেই কারণে এবার 'ওয়াটার বেল'! অর্থাৎ এমন একটি ঘন্টা যেটা বাজলে বাচ্চাদের মনে পড়বে জল পান করার কথা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Model School: পাখির বাসা থেকে পরিবেশবান্ধব কলম, আরও কতকি! বাঁকুড়ার এই শুধু স্কুল, রাজ্যের গর্ব