Bangladeshi Hilsa Fish: ইলিশ আসার কথা থাকলেও তেমন ইলিশ আসেইনি বাংলাদেশ থেকে! কতটা পদ্মার ইলিশ ভারতে এল?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Durga Puja Bangladeshi Hilsa Fish: দুর্গাপুজোর দিকে মাথায় রেখে ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ সরকার। ১২ অক্টোবর পর্যন্ত ২৪ লাখ কেজি ইলিশ রফতানির ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কতটা ইলিশ ভারতে এল?
advertisement
1/5

দুর্গাপুজোর দিকে মাথায় রেখে ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ সরকার। ১২ অক্টোবর পর্যন্ত ২৪ লাখ কেজি ইলিশ রফতানির ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতীকী ছবি।
advertisement
2/5
কিন্তু বাস্তবে কতটা ইলিশ ভারতে এসেছে?বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের প্রকাশিত রফতানির তথ্যে দেখা গিয়েছে ভারতে ইলিশ এসেছে ৫ লাখ ৪৪ হাজার কেজি। প্রতীকী ছবি।
advertisement
3/5
এই ইলিশ রফতানির ফলে বাংলাদেশ আয় করেছে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার ৪৯টি সংস্থাকে ইলিশ রফতানি করার অনুমতি দিলেও ২৮টি সংস্থা এর মধ্যে ইলিশ রফতানি করতেই পারেনি। প্রতীকী ছবি।
advertisement
4/5
কেন এত কম ইলিশ এল বাংলাদেশ থেকে? এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে এক ব্যবসায়ী বলেন, ‘অনুমতি পাওয়ার পর কেজিপ্রতি ইলিশ ১০ থেকে ১৮ ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছিলাম ভারতের ক্রেতাদের। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। তাই রফতানিও সম্ভব হয়নি।’ প্রতীকী ছবি।
advertisement
5/5
অর্থাৎ অনেকের মতেই মাত্রাতিরিক্ত দাম ইলিশের ভারতে আমদানির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই ২৪ লাখ কেজি ইলিশ আমদানির অনুমতি পেলেও ইলিশ এসেছে মাত্র ৫ লাখ ৪৪ হাজার কেজি। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangladeshi Hilsa Fish: ইলিশ আসার কথা থাকলেও তেমন ইলিশ আসেইনি বাংলাদেশ থেকে! কতটা পদ্মার ইলিশ ভারতে এল?