Bangla News: দুর্ঘটনায় হারিয়েছেন পা, তবুও হার না মেনে পাহাড় জয়, রাষ্ট্রপতিও জানিয়েছেন সম্মান! কে এই উদয় কুমার জানেন?
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: দেশের ১৭টি রাজ্যে প্রায় ৯০টি ম্যারাথনে অংশগ্রহণ, ১২,৫০০ ফুট উচ্চতার সান্দাকফু এবং ১৬,৫০০ ফুটের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পেরিয়ে ২০২৪ সালে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয়- সবই এক পায়ে ভর করে।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এক পা নেই, তবু থেমে যাননি। বরং একের পর এক নজির গড়ে চলেছেন কামারহাটির বাসিন্দা উদয় কুমার। দেশের ১৭টি রাজ্যে প্রায় ৯০টি ম্যারাথনে অংশগ্রহণ, ১২,৫০০ ফুট উচ্চতার সান্দাকফু এবং ১৬,৫০০ ফুটের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পেরিয়ে ২০২৪ সালে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয়- সবই এক পায়ে ভর করে
advertisement
2/6
বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাষ্ট্রপতি পুরস্কারও মিলেছে, তবু আজও তাঁর কপালে জোটেনি কোনও সরকারি সহায়তা। বছর ৩৬ এর উদয় কুমার কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও, দমদমে ঘর ভাড়া নিয়ে থাকেন কর্মসূত্রে
advertisement
3/6
প্রায় ১০ বছর আগে আগরপাড়া স্টেশনে নামার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে চিরতরে হারান বাঁ পা। সেই দুর্ঘটনাই এক মুহূর্তে বদলে দেয় তাঁর জীবন। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও শুরু হয় নতুন লড়াই- এ লড়াই নিজেকে প্রমাণ করার
advertisement
4/6
শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে উদয় শুধু ম্যারাথনেই থামেননি। পাহাড়ের হাতছানি তাঁকে টেনেছে আরও ওপরে। সান্দাকফু জয়ের পর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের একটি শৃঙ্গ অতিক্রম করেন তিনি। ২০২৪ সালে কিলিমাঞ্জারো অভিযানে সফল হয়ে ১৯,৩৪১ ফুট উচ্চতা স্পর্শ করেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় স্কুবা ডাইভিং ও স্কাই ডাইভ করে জল, স্থল ও আকাশ- তিন ক্ষেত্রেই অভিযান সম্পন্ন করা প্রথম বিশেষভাবে সক্ষম ভারতীয় হিসেবে রেকর্ড গড়েন
advertisement
5/6
বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত তিনি। স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। ক্রাচ হাতে কাজের জন্য এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়াতেও দেখা যায় এই হার না মানা এক পায়ের উদয়কে। তবু সমস্ত অনিশ্চয়তার মধ্যেও স্বপ্ন দেখা ছাড়েননি উদয়। তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়
advertisement
6/6
জেলার বাসিন্দা উদয় কুমারের এক পায়ে দাঁড়িয়েই পাহাড় ছোঁয়ার এই লড়াই আজ বহু মানুষের কাছেই যেন অনুপ্রেরণা। কিন্তু প্রশ্ন থেকেই যায়- যে এত লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, যেখানে রাষ্ট্রপতিও সম্মান জানিয়েছেন এই দৃঢ়প্রতিজ্ঞ হার না মানা মানুষটিকে, তার জন্য কি কোন সাহায্য মিলবে না সরকারি তরফে!
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangla News: দুর্ঘটনায় হারিয়েছেন পা, তবুও হার না মেনে পাহাড় জয়, রাষ্ট্রপতিও জানিয়েছেন সম্মান! কে এই উদয় কুমার জানেন?