TRENDING:

Kali Puja 2025 : বীরভূমে একখণ্ড গঙ্গা, ভূত চতুর্দশীতে স্নানের হিড়িক! এখানে ডুব না দিয়ে পুজো শুরু করেন না কেউ

Last Updated:
Kali Puja 2025 : রবিবার ভোর থেকেই শুরু হয়েছে ভূত চতুর্দশীর পুণ্যস্নান। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন বক্রেশ্বরের 'পাপহরণী গঙ্গা' ঘাটে।
advertisement
1/5
বীরভূমে একখণ্ড 'গঙ্গা', ভূত চতুর্দশীতে স্নানের হিড়িক! কারণ জানলে আপনিও যাবেন
উষ্ণ প্রস্রবণ, সতীপীঠ এবং শিবক্ষেত্র এই তিনেই একাকার বক্রেশ্বর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে অবস্থিত এই তীর্থস্থান ৫১ সতীপীঠের অন্যতম, কারণ বিশ্বাস অনুযায়ী এখানেই দেবী সতীর 'বাম কান' পতিত হয়েছিল। তাই দেশ-বিদেশের হাজারো ভক্ত বছরের পর বছর এখানে ভিড় জমান। <strong>(ছবি ও তথ্য -সুদীপ্ত গড়াই)</strong>
advertisement
2/5
রবিবার ভোর থেকেই শুরু হয়েছে ভূত চতুর্দশীর পুণ্যস্নান। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন বক্রেশ্বরের 'পাপহরণী গঙ্গা' ঘাটে। বিশ্বাস, এই স্নান পাপমোচন করে এবং পুজোর আগে আত্মশুদ্ধির প্রতীক।
advertisement
3/5
বক্রেশ্বর মন্দিরের পুরোহিত জয়ন্ত আচার্য বলেন, "বক্রেশ্বর শিবক্ষেত্র দেবী মহিষমর্দিনীর একান্নপীঠ হিসেবে সকলেই জানেন। তবে এখানকার এই পাপহরণী গঙ্গা, আমাদের জেলার মানুষ গঙ্গা হিসেবেই মানেন। ভূত চতুর্দশীর দিন এই স্নান না করলে অনেকেই ঘরের পুজোর কাজ শুরু করেন না। তাই আজ ভোর থেকেই এমন ভিড়। কাল সকাল পর্যন্ত এই ভিড় চলবে।"
advertisement
4/5
ভক্তদের মতে, এই উষ্ণ প্রস্রবণের জলে স্নান করলে পাপ মোচন হয় এবং শরীরও হয় শুদ্ধ। দুর্গাপুজোর সমাপ্তির পর মহাকালীর আরাধনার আগে এই স্নানই পবিত্রতার সূচনা। কেউ স্নান শেষে মন্দিরে পুজো দেন, কেউ আবার প্রস্রবণের জলে শরীর ধুয়ে নেন ভক্তিভরে।
advertisement
5/5
রবিবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণ ও ঘাট এলাকায় ছিল উপচে পড়া ভিড়। ভক্তদের সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও জলস্রোত নিয়ন্ত্রণে ছিল কড়া ব্যবস্থা। সার্বিকভাবে, ভূত চতুর্দশীর এই পবিত্র দিনে বীরভূমের বক্রেশ্বর পরিণত হয় আধ্যাত্মিক মিলনক্ষেত্রে। <strong>(ছবি ও তথ্য -সুদীপ্ত গড়াই)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : বীরভূমে একখণ্ড গঙ্গা, ভূত চতুর্দশীতে স্নানের হিড়িক! এখানে ডুব না দিয়ে পুজো শুরু করেন না কেউ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল