West Bardhaman News: শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধাম যান নিশ্চিন্তে, ট্রেন যাত্রীদের জন্য এলাহী ব্যবস্থা রেলের!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের জন্য বাড়তি ব্যবস্থা থাকছে জসিডি, দেওঘর, বাসুকিনাথ এবং বৈদ্যনাথ ধামের স্টেশনে।
advertisement
1/5

শ্রাবণ সোমবার উপলক্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধামে ভিড় হবে বহু ভক্তদের। শ্রাবণী মেলায় ভক্ত সমাগমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই আসানসোল ডিভিশন বহু যাত্রী আসন বাড়িয়েছে। তাছাড়াও যাত্রীদের জন্য হয়েছে নানা রকমের ব্যবস্থা।
advertisement
2/5
যে সমস্ত স্টেশনগুলি থেকে বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলায় যাওয়া যাবে, সেই সমস্ত মূল স্টেশনগুলিতে যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে জসিডি, দেওঘর, বাসুকিনাথ এবং বৈদ্যনাথ ধামের মত গুরুত্বপূর্ণ স্টেশনগুলি।
advertisement
3/5
যাত্রীদের সুবিধার জন্য এই সমস্ত স্টেশনগুলিতে তৈরি করা হয়েছে বাড়তি যাত্রী প্রতীক্ষালয়। তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক। যাত্রী সুরক্ষায় থাকছেন বাড়তি রেল পুলিশের কর্মীরা। একইসঙ্গে শ্রাবণী মেলা উপলক্ষে স্টেশনগুলিতে থাকবেন ঝাড়খণ্ডের পুলিশকর্মীরা।
advertisement
4/5
অন্যদিকে শ্রাবণী মেলায় আসা রেল যাত্রীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের। এই প্যারামেডিকেল সেন্টারগুলিতে সর্বক্ষণ থাকবেন চিকিৎসকরা। এছাড়াও থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা।
advertisement
5/5
ট্রেন যাত্রীদের জন্য বিভিন্ন প্রাথমিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকছে। অতিরিক্ত কলের ব্যবস্থা থাকছে। যার ফলে জল নিয়ে সমস্যায় পড়তে হবে না পুণ্যার্থীদের। এছাড়াও বিনামূল্যের শৌচালয় থাকছে। বসানো হয়েছে বায়ো টয়লেট। থাকছে বাড়তি অনুসন্ধান কেন্দ্র। পাশাপাশি, একটি হেলপ্লাইন চালু করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধাম যান নিশ্চিন্তে, ট্রেন যাত্রীদের জন্য এলাহী ব্যবস্থা রেলের!