West Bardhaman News : ছবি কথা বলে! শিল্পিদের ক্যানভাসে যেন বেজে উঠল নারীশক্তির জয়গান
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Women power in arts: ছবি কথা বলে। বারবার শুনতে পাওয়া এই কথাটির সারমর্ম বোঝা গেল আসানসোলে। যেখানে শিল্পীদের হাতে আঁকা এক-একটি ছবি দিল নারীশক্তির বার্তা।
advertisement
1/5

ছবি কথা বলে। বারবার শুনতে পাওয়া এই কথাটির সারমর্ম বোঝা গেল আসানসোলে। যেখানে শিল্পীদের হাতে আঁকা এক একটি ছবি দিল নারীশক্তির বার্তা।
advertisement
2/5
আসানসোলের রবীন্দ্রভবনে শিল্পীরা একজোট হয়েছিলেন। মঙ্গলবারের বৃষ্টি উপেক্ষা করে তারা সাদা কাগজে ফুটিয়ে তুলেছেন নিজেদের প্রতিভা। নীরব ছবিগুলি সেখানে নারীশক্তির কথা বলছে।
advertisement
3/5
মেয়েরা শক্তিরূপী মহামায়ার জীবন্ত প্রতিরূপ। তারা যেমন সস্নেহে সবাইকে কাছে ডেকে নিতে পারেন, তেমনই আবার অবতীর্ণ হতে পারেন উগ্রচন্ডী রূপে। ছবি বুঝিয়েছে সেই কথা।
advertisement
4/5
আবার খবরের শিরোনামে মাঝেমধ্যেই উঠে আসে মেয়েদের নির্যাতিত হওয়ার কথা। প্রকাশ্যে আসে নারীদের ওপর অত্যাচারের নির্মম খবর। এমন বর্বরোচিত অপরাধ বন্ধ করার বার্তাও ফুটে উঠেছে শিল্পীস্বত্তায়।
advertisement
5/5
আয়োজক শিল্পীরা বলছেন, ছবির মধ্যে নিজের মনের ভাব ফুটিয়ে তোলেন শিল্পীরা। নীরব সেই ছবি অনেক কথা বলে দেয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী শক্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাদের এই প্রয়াস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : ছবি কথা বলে! শিল্পিদের ক্যানভাসে যেন বেজে উঠল নারীশক্তির জয়গান