TRENDING:

Durga Puja in Rural Area: ম্যুরাল থেকে ভাস্কর্য! অমূল্য প্রদর্শনীর সম্ভারে মন জয় করল গ্রাম বাংলার পুজোয় আসা দর্শনার্থীদের

Last Updated:
Durga Puja in Rural Area: প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুধু পড়াশোনা নয়, বিভিন্ন সৃজনশীল কাজে মনোভাব বাড়াতে দুর্গাপুজোয় চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী পড়ুয়াদের।
advertisement
1/6
ম্যুরাল থেকে ভাস্কর্য! অমূল্য প্রদর্শনীর সম্ভারে মন জয় করল এই গ্রামের পুজোয় আসা দর্শকদের
প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো পৌঁছলেও বিভিন্ন সৃজনশীল কাজ মূলত শহরকেন্দ্রিক। মুরাল আর্ট থেকে ক্লে পেইন্টিং এসব প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ জানে না। গ্রামে ছবি আঁকা বা কারিগরি শিক্ষার বেশ কিছু জন প্রশিক্ষণ নিলেও বিভিন্ন স্বনির্ভর হওয়ার মাধ্যম বা শিক্ষা তেমন জানে না। তাই বেশ কিছু পড়ুয়ার উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আয়োজিত হল এক বিশেষ চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
ক্লে পেইন্টিং থেকে মুরাল আর্ট, ক্যানভাস থেকে জল ছবি, শুধু তাই নয় মাটি, ক্লে, সহ বিভিন্ন উপাদান দিয়ে বানান একাধিক ভাস্কর্য প্রদর্শন করা হয় সকলের কাছে। পুজোর ক'টা দিন বিভিন্ন ছবির সম্পর্কে জানতে পারেন গ্রামের মানুষ। প্রায় শতাধিক বিভিন্ন ছবি ও ভাস্কর্য এই প্রদর্শনীতে উপস্থাপিত করে পড়ুয়ারা। শুধু তাই নয় মানুষের মধ্যে সৃজনশীল কাজে মনোভাব বাড়াতে তাদেরকে বিভিন্ন ছবির সম্পর্কে বুঝিয়ে দেন উদ্যোক্তারা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের কুরুল বাজার এলাকায় দুর্গাপুজো উপলক্ষে জেনকাপুর আর্ট এন্ড মিউজিক একাডেমীর ছাত্র-ছাত্রীরা মিলে এই বিশেষ চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করে। একাডেমি ছাত্র দীপঙ্কর নায়েক, সাগরিকা চন্দ বলেন, শহর কেন্দ্রিক এলাকায় প্রতিদিনই বিভিন্ন ধরনের ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে গ্রামাঞ্চলের মানুষ জানেন না। পড়াশোনার মধ্য দিয়ে শুধু চাকরি বা রোজগার করা নয়, শিল্পকলা বা ছবি আঁকার মধ্য দিয়ে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তার লক্ষ্যে এই প্রদর্শনী।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। অত্যন্ত গ্রামাঞ্চলে এই উৎসবের মেজাজ তুঙ্গে। তাই পুজোর এই কটা দিনে ছাত্র-ছাত্রীরা সকলের সামনে উপস্থাপিত করে তাদের বিভিন্ন সৃজনশীল কাজ। মাটির থালা বা সরার উপরে ছবি আঁকা, পাতার উপর ছবি আঁকা কিংবা কাগজের উপর কোলাজ নজর কেড়েছে উপস্থিত সকলের।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
উদ্যোক্তা মানব রঞ্জন বাগুলি বলেন, গ্রামাঞ্চলের শিক্ষার্থী পড়ুয়াদের শুধু পড়াশোনা নয়, স্বনির্ভর হওয়ার জন্য হাতের কাজ বা বিভিন্ন ধরনের চিত্র ও ভাস্কর্য শিখে রাখা জরুরী। পড়াশোনা করে শুধু চাকরি নয়, সৃজনশীল কাজ অংকন কিংবা ভাস্কর্যের মধ্য দিয়েও আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত হতে পারে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন এক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পুজোর এই ক'টা দিন বেশ কয়েকশো মানুষের ভিড় ছিল এই প্রদর্শনীতে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja in Rural Area: ম্যুরাল থেকে ভাস্কর্য! অমূল্য প্রদর্শনীর সম্ভারে মন জয় করল গ্রাম বাংলার পুজোয় আসা দর্শনার্থীদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল