Anubrata Mondal's Kali Puja: তিন কোটির গয়নায় মা কালীকে সাজালেন অনুব্রত, বোলপুরে তৃণমূল অফিসে পাহারায় পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত বছর ভক্তদের দেওয়া মোট ৩৫০ ভরি গয়নায় সাজানো হয়েছিল মা কালীকে৷ এবার কালীপুজোর দু' দিন আগেই গয়নার পরিমাণ বেড়ে হয়েছে ৫৭০ ভরি (Anubrata Mondal's Kali Puja)৷
advertisement
1/7

দু' এক ভরি নয়৷ মা কালীর গায়ে প্রায় ছ'শো ভরির সোনার গয়না৷ তাই মূর্তি পাহারা দিতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ কর্মীও৷ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালী পুজোকে কেন্দ্র করে এখন ব্যস্ততা তুঙ্গে৷ রাজনীতি ভুলে মা কালীকে সাজাতে ব্যস্ত জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও৷ Info and Photo-Indrajit Ruj
advertisement
2/7
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই দলীয় অফিসে এই কালী পুজোর আয়োজন করে আসছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের একতলায় রয়েছে এই কালী মন্দির৷
advertisement
3/7
গত বছর ভক্তদের দেওয়া মোট ৩৫০ ভরি গয়নায় সাজানো হয়েছিল মা কালীকে৷ এবার কালীপুজোর দু' দিন আগেই গয়নার পরিমাণ বেড়ে হয়েছে ৫৭০ ভরি৷ যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা৷
advertisement
4/7
এই দু' দিনে মাকে পরানোর জন্য আরও গয়না আসতে পারে বলে মনে করছেন তৃণমূলের নেতা, কর্মীরা৷ সেই মতোই চলছে প্রস্তুতি৷
advertisement
5/7
উপনির্বাচনে চারে চার করেছে তৃণমূল৷ গোটা রাজ্যের মতো বীরভূমেও পায়ের তলার মাটি ফের শক্ত করে ফেলেছে তৃণমূল৷ সবমিলিয়ে পুজোর আয়োজন ঘিরে খোশমেজাজে রয়েছেন অনুব্রতও৷
advertisement
6/7
কালীপুজো এলেই অন্য মেজাজে পাওয়া যায় অনুব্রত মণ্ডলকে৷ গত দু' বছর পারিবারিক কারণে মা কালীকে গয়না পরাতে পারেননি তিনি৷ এ বছর ফের নিজের হাতে মা কালীর প্রতিমা সাজিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি৷
advertisement
7/7
যেহেতু এত বিপুল দামের গয়না দিয়ে মা কালীকে সাজানো হয়েছে, তাই গয়না পাহারা দেওয়ার জন্য বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে দু' জন সশস্ত্র পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal's Kali Puja: তিন কোটির গয়নায় মা কালীকে সাজালেন অনুব্রত, বোলপুরে তৃণমূল অফিসে পাহারায় পুলিশ