TRENDING:

Indian Railways: সুখবর! এসি ট্রেনের পর ফের যাত্রীদের জন‍্য বড় পদক্ষেপ রেলের! বাড়ছে লোকাল ট্রেনের সংখ‍্যা! কোন কোন রুটে?

Last Updated:
রেল সূত্র অনুযায়ী, কাটোয়া–বর্ধমান (৩৫০২৪) ইএমইউ স্পেশাল ট্রেন কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে। শ্রীপাট শ্রীখণ্ড, বনকাপাসি, বলগোনা ও কর্জনা স্টেশনে থেমে বর্ধমানে পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে।
advertisement
1/6
এসি ট্রেনের পর ফের যাত্রীদের জন‍্য বড় পদক্ষেপ রেলের! বাড়ছে লোকাল ট্রেনের সংখ‍্যা
কাটোয়া–বর্ধমান রেলপথে দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীদের দাবি ছিল আরও ট্রেন চালুর। কম ট্রেন থাকার কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে সমস্যার মুখে পড়তে হত। অবশেষে সেই দাবিই পূরণ হতে চলেছে। রেল সূত্রে খবর, পূর্ব রেল হাওড়া ডিভিশনের উদ্যোগে চালু হচ্ছে এক জোড়া নতুন ইএমইউ স্পেশাল ট্রেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
আগামী ২২শে আগস্ট অথবা ২৩ আগস্ট, ২০২৫ থেকে প্রতিদিন নিয়মিতভাবে এই ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার্থে রুটের সমস্ত স্টেশনে ট্রেনটির স্টপেজ রাখা হয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
রেল সূত্র অনুযায়ী, কাটোয়া–বর্ধমান (৩৫০২৪) ইএমইউ স্পেশাল ট্রেন কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে। শ্রীপাট শ্রীখণ্ড, বনকাপাসি, বলগোনা ও কর্জনা স্টেশনে থেমে বর্ধমানে পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
অন্যদিকে, বর্ধমান–কাটোয়া (৩৫০২৩) ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে ছাড়বে বিকেল ৪টায়। কর্জনা, বলগোনা, নিগন, বনকাপাসি ও শ্রীপাট শ্রীখণ্ড স্টেশনে দাঁড়িয়ে কাটোয়ায় পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
রেল সূত্রে খবর, প্রতিদিন এই ইএমইউ ট্রেন চলবে এবং ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ইএমইউ রেক, মোটরম্যান ও ট্রেন ম্যানেজার নিয়োগ করা হবে। পাশাপাশি যাত্রীদের সচেতন করতে প্রতিটি স্টেশনে মাইকের মাধ্যমে প্রচার চালানো হবে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
নতুন পরিষেবা চালুর ফলে কাটোয়া ও বর্ধমানের মধ্যে নিত্যযাত্রা আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে বলে রেল সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয় যাত্রীদের মতে, বহুদিনের সমস্যার অবসান হবে এই নতুন ট্রেন চালুর মাধ্যমে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: সুখবর! এসি ট্রেনের পর ফের যাত্রীদের জন‍্য বড় পদক্ষেপ রেলের! বাড়ছে লোকাল ট্রেনের সংখ‍্যা! কোন কোন রুটে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল