AC Local Train: আর গল্প নয় এবার সত্যিই এসি রানাঘাট লোকাল, ঘামে ভিজে অফিস যাওয়ার দিন এবার সত্যিই শেষ, রইল আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
AC Local Train: নদিয়ার রানাঘাট স্টেশনে এসে পৌঁছাল প্রথম এসি লোকাল ট্রেন! খুশির দিনের প্রতীক্ষায় যাত্রীরা
advertisement
1/6

প্রথম এসি লোকাল ট্রেন এল নদিয়ার রানাঘাট স্টেশনে। রানাঘাট কারসেডে বর্তমানে রয়েছে এই এসি লোকাল ট্রেন। নদিয়া জেলার রানাঘাট, শান্তিপুর,কৃষ্ণনগর, কল্যাণী শহরকে জুড়তে পারে এসি ই এম ইউ লোকাল ট্রেন।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এর আগেই এই ট্রেন পাওয়ার বার্তা দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী এসি ট্রেন চালানোর পূর্ব রেলের লাভ জনক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
3/6
এই রুটে প্যাসেঞ্জার সংখ্যা অনেক বেশি। রানাঘাট থেকে শিয়ালদহ মেন লাইনে রয়েছে কল্যাণী এইমস এর মত হাসপাতাল। রানাঘাট শিয়ালদহ মেন লাইনে রানাঘাট থেকে রয়েছে চার দিকের চারটি রেল পথের যোগাযোগ যা রানাঘাট স্টেশন কে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের সুবিধা প্রদান করে।
advertisement
4/6
অপরদিকে শিয়ালদহ ট্যার্মিনাল এর পরে রানাঘাট থেকে সব থেকে বেশি লোকাল ট্রেন পরিচালনা করা হয় শিয়ালদহ ডিভিশনে। যাত্রী সংখ্যার বিচারে নিত্যযাত্রীদের বেশি যাতায়াত শিয়ালদহ উত্তর মেন লাইনে সুতরাং এসি লোকাল ট্রেন এই পথেই হবে এটাই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
টিকিট কেটে যাতায়াত করার দিক থেকে লোকাল ট্রেনে শিয়ালদহ, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর লাইন অনেক এগিয়ে। রানাঘাট কারশেড একটি আধুনিক কারশেড এই ধরণের এসি ই এম ইউ ট্রেন রক্ষণাবেক্ষণ করার সঠিক কর্মী থাকলে এই এসি লোকাল ট্রেন চালাতে কোনও অসুবিধা হবেনা বলে মনে করছেন যাত্রী সাধারণ।
advertisement
6/6
যাত্রীরা জানাচ্ছেন নিত্যদিন বাদুড়ঝোলা ভিড়ে গরমে ঠাসাঠাসি করে যাওয়ার দিন হয়তো অনেকেরই ফুরলো। যাদের সামর্থ্য রয়েছে তারা অন্তত বেশি টাকা হলেও ভ্যাপসা গরমে আরামদায়কভাবে দৈনন্দিন যাতায়াত করতে পারবে এই ট্রেন চালু হলে, এমনটাই মনে করছেন তারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
AC Local Train: আর গল্প নয় এবার সত্যিই এসি রানাঘাট লোকাল, ঘামে ভিজে অফিস যাওয়ার দিন এবার সত্যিই শেষ, রইল আপডেট