Toto Car: বড় রাস্তায় টোটোর দিন শেষ? সামনে এল নয়া নির্দেশিকা, শুরু চরম ক্ষোভ
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Toto Car: যানজট কমাতে টোটো চলাচলে নিয়ন্ত্রণ ক্ষুব্ধ টোটোচালকদের আইন না মানার হুঁশিয়ারি
advertisement
1/9

টোটো চলবে মাঝারি এবং ছোট গলিতে। বড় রাস্তায় চলবে না। এমন নিয়ম আসার পরেই বিতর্ক শুরু হয়েছে। রাস্তায় নেমেছেন হাজার হাজার টোটোচালক। (প্রতীকী ছবি)
advertisement
2/9
বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে আগাম ঘোষণা করে দেয়া হয়েছিল গত ৯ অক্টোবর থেকে বারুইপুর যোগি বটতলা থেকে ফুলতলা পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বারুইপুর জেলা পুলিশ। (প্রতীকী ছবি)
advertisement
3/9
মূলত বারুইপুর শহরের রাস্তা যানজট বহুদিনের সমস্যা ছিল। সেই সমস্যা সমাধান করতে এই ধরনের উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ জেলা। (প্রতীকী ছবি)
advertisement
4/9
বারুইপুর পুলিশ জেলার প্রশাসনের পক্ষ থেকে আগাম মাইক নিয়ে প্রচার করা হয় বারুইপুর শহর রাস্তার এলাকায়। (প্রতীকী ছবি)
advertisement
5/9
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর জেলা পুলিশের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষকে সুস্থ পরিষেবা ট্রাফিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া হবে। (প্রতীকী ছবি)
advertisement
6/9
বারুইপুর শহরের রাস্তা অনেক সরু হয়ে যাচ্ছে। এতে মানুষের সমস্যা তাই বারুইপুর যোগীবটতলা থেকে বারুইপুর ফুলতলা পর্যন্ত বারুইপুর শহরের মেন রাস্তায় টোটো চলাচলে কঠোর হয়েছে প্রশাসন। (প্রতীকী ছবি)
advertisement
7/9
টোটো ড্রাইভারদের বলা হয়েছে পাড়ার মধ্যে দিয়ে যেসব রাস্তা আছে সেই সব রাস্তা দিয়ে চলাচল করতে হবে। এতে করে বারুইপুরবাসী অনেকটা সুবিধা হবে বলে মনে করছে প্রশাসনের পক্ষ থেকে। (প্রতীকী ছবি)
advertisement
8/9
এদিন টোটো চালকরা পুজোর আগেই টোটো চালাতে দিতে হবে, এই দাবি নিয়ে বারুইপুর রাস মাঠ থেকে একটি অফিস পর্যন্ত প্রায় কয়েকশো টোটোকে একত্রিত করে একটি মিছিল করেন।(প্রতীকী ছবি)
advertisement
9/9
বারুইপুরের রাজপথে টোটো না চালাতে দেওয়ার আইন না মানার হুশিয়ারি দেন তারা। অবিলম্বে বারুইপুরে রাজপথে টোটো চালাতে দিতে হবে বলে দাবি টোটো চালকদের। (প্রতীকী ছবি) সুমন সাহা
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Toto Car: বড় রাস্তায় টোটোর দিন শেষ? সামনে এল নয়া নির্দেশিকা, শুরু চরম ক্ষোভ