South 24 Parganas News: রসের স্বাদ বোঝাতে ডায়মন্ডহারবারে অনুষ্ঠিত হল রসমতী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ডায়মন্ডহারে অনুষ্ঠিত হল রসের অনুষ্ঠান রসমতী। এই অনুষ্ঠানে ছিল মালপোয়া, পুলি, পাটিসাপটা, লবঙ্গলতিকা, চুষি পিঠে, সরুচাকলি, চন্দ্রপুলি সঙ্গে জয়নগরের মোয়া।
advertisement
1/8

ডায়মন্ডহারবার: শীতকাল শেষ হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর আর সহজে পাওয়া যাবেনা পিঠের স্বাদ। অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য। নবাব মল্লিকের প্রতিবেদন ৷
advertisement
2/8
শেষবারের মত পিঠে পুলির স্বাদ সকলের কাছে পৌঁছে দিতে ডায়মন্ডহারবারে আয়োজিত হল রসমতী নামের অনুষ্ঠান।মূলত শীতকালের অধিকাংশ সুস্বাদু খাবার সহ পিঠে তৈরি করতে লাগে খেঁজুরের রস।
advertisement
3/8
এই রস শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। সেজন্য খেঁজুর রসের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষজনকে বোঝাতে শুরু হয়েছে রসমতী নামের অনুষ্ঠান।
advertisement
4/8
ঠিক কী ছিল এই অনুষ্ঠানে ছিল মালপোয়া, পুলি, পাটিসাপটা, লবঙ্গলতিকা, চুষি পিঠে, সরুচাকলি, চন্দ্রপুলি সঙ্গে জয়নগরের মোয়া সহ একাধিক জিভে জল আনার মত পিঠে।
advertisement
5/8
ডায়মন্ডহারবার পুরানো কেল্লার মাঠে একদল শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
advertisement
6/8
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন, সারফুদ্দিন আহমেদ, নিলোৎপল বর্মণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।
advertisement
7/8
নাচে গানে জমজমাট অনুষ্ঠান সঙ্গে বাঙালির পিঠেপুলি সবমিলিয়ে জমজমাট অনুষ্ঠান দেখে খুশি স্থানীয়রা। সেই সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তরাও।
advertisement
8/8
এই অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ দেখে উদ্যোক্তারা পরের বছরও এই অনুষ্ঠানের আয়োজন করতে চায় বলে খবর।
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রসের স্বাদ বোঝাতে ডায়মন্ডহারবারে অনুষ্ঠিত হল রসমতী