Royal Bengal Tiger In Sundarbans: ও বাবা, হলুদ-কালো ডোরাকাটা সবুজের মাঝে, সত্যি রয়্যাল বেঙ্গল দেখে ফেললেন সুন্দরবনের পর্যটকরা, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Royal Bengal Tiger In Sundarbans: সুন্দরবনে আবারও পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার, উচ্ছ্বসিত পর্যটক দল
advertisement
1/6

সুন্দরবনের অরণ্য যেন তার রাজাকে দেখাতেই বারবার সুযোগ করে দিচ্ছে। আবারও পর্যটকদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ল দুর্লভ রয়েল বেঙ্গল টাইগার।
advertisement
2/6
এক পর্যটকদল কুলতলী হয়ে আজমলমারি জঙ্গলের পথে রওনা হয়েছিল। সেখানেই জঙ্গলের এক পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায় রাজসিক বাঘটিকে। দূর থেকে হলেও পর্যটকেরা স্পষ্ট দেখতে পান বনের রাজাকে।
advertisement
3/6
সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরা অন করে সেই মুহূর্ত বন্দি করে ফেলেন তারা। দেখা যায়, ধীরে সুস্থে হাঁটছে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই যেন নিজের রাজত্বে অভিজাত ভঙ্গিতে হাঁটছে সে।
advertisement
4/6
এই ঘটনায় চূড়ান্ত রোমাঞ্চিত পর্যটকরা। এটা আমাদের জীবনের সেরা মুহূর্ত। এত কাছ থেকে বাঘ দেখা এবং তা ক্যামেরায় বন্দি করা সত্যিই স্বপ্নের মতো লাগছে।
advertisement
5/6
এই সময়ে জঙ্গলে বাঘের দেখা পাওয়া সাধারণত কঠিন। তবে বন সংলগ্ন এই পথেই মাঝেমধ্যেই বাঘ চলাফেরা করে। এই রকম দৃশ্য দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার
advertisement
6/6
সুন্দরবনে বাঘ দেখা এখনও যেন এক অলৌকিক অভিজ্ঞতা। এই ঘটনা আবার প্রমাণ করল, প্রকৃতি নিজের রহস্যময় রূপ মাঝেমধ্যেই মানুষের সামনে খুলে দেয় তবে শুধুমাত্র ভাগ্যবানদের জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Royal Bengal Tiger In Sundarbans: ও বাবা, হলুদ-কালো ডোরাকাটা সবুজের মাঝে, সত্যি রয়্যাল বেঙ্গল দেখে ফেললেন সুন্দরবনের পর্যটকরা, রইল ফটো