Indian Roller: স্বর্গের দূত এই পাখি! দেখলেই শুভ হয় জীবন! ধরা পড়ল সুন্দরবনে! তারপর? জানুন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Indian Roller: স্বর্গের দূত কেন বলা হয় এই পাখিকে! জানুন কী ঘটল সুন্দরবনে!
advertisement
1/6

চেনেন কি ভারতীয় নীলকন্ঠ পাখি! এর ইংরাজি নাম ইন্ডিয়ান রোলার।মনে করা হয় এই পাখির সঙ্গে যোগাযোগ রয়েছে স্বর্গের দেবতাদের। এই পাখি দেখাকে এখনও শুভ মনে করা হয়। ( লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
2/6
সম্প্রতি উস্তির অম্বিকাচরণ হাইস্কুলে এসে পরে এই পাখি। যা দেখে খুবই খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। পরে স্কুলের শিক্ষকরা বনদফতরের সঙ্গে যোগাযোগ করে পাখিটিকে ফিরিয়ে দেয় মুক্ত পরিবেশে।( লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
3/6
তবে হঠাৎ কেন এই পাখি অগাস্টে দেখা মিলল। মূলত মার্চ থেকে জুন মাসে নীলকন্ঠ পাখির প্রজননের সময়। জুলাই আগস্ট মাসে ডিম পেড়ে ছানা তৈরি করে। সেসময় খাবারের সন্ধানে এই পাখি বেরিয়ে পড়ে।( লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
4/6
নীলকন্ঠ পাখির নামের সঙ্গে জড়িয়ে আছে মহাদেবের বঙ্গজ নাম। কিন্তু এই পাখির গলা নীল নয়, বরং হালকা বাদামি।( লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
5/6
বলা হয়, এই পাখি উড়ে গিয়ে কৈলাসে খবর দেন মা দূর্গা ফিরছেন ধরিত্রী থেকে। সেজন্য বিজয়া দশমীর দিন এই পাখিকে মুক্ত করা হয়। এই প্রাচীন রীতির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগের উৎসব।( লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
6/6
এছাড়াও বলা হয় রাবণবধের আগে এই পাখির দর্শন পেয়েছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র। এমন অনেক কথা শোনা যায় এই পাখিটিকে নিয়ে!( লেখা ও ছবি: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Indian Roller: স্বর্গের দূত এই পাখি! দেখলেই শুভ হয় জীবন! ধরা পড়ল সুন্দরবনে! তারপর? জানুন