Home Remedies: হঠাৎ কেটে গেলে লাগান এই পাতার রস, এক নিমিষেই বন্ধ হবে রক্তক্ষরণ
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Home Remedies: হঠাৎ কেটে গেলে এই ঢোল কলমি পাতার রস লাগিয়ে দিন। এক নিমেষেই চাঙ্গা।
advertisement
1/4

দক্ষিণ ২৪ পরগনা : হঠাৎ হাত বা পা কেটে গিয়েছে। প্রচন্ড রক্ত বেরোচ্ছে। হাতের কাছে কিছুই খুঁজে পাচ্ছে না। কি করবেন তাও ভেবে উঠতে পারছেন না। আপনার বাড়ির সামনেই এমন একটি গাছ আছে, তার পাতার রস লাগালেই রক্ত বন্ধ হয়ে যেতে পারে। সেই গাছের নাম ঢোল কলমি৷ এই পাতার রস ভীষণ কাজের৷ বেশিরভাগ ক্ষেত্রে এলাকায় বেড়া গাছ নামে পরিচিত।আপনার এলাকার বা রাস্তার ধারে বাড়ির পাশে মাঠে-ঘাটে জলাশয়ে ধারে খাল বিলের সর্বত্র চোখে পড়ে।
advertisement
2/4
গ্রামের রাস্তায় অবহেলায় বেড়ে ওঠা আগাছা হিসেবে পরিচিত এই ঢোল কলমি । জংলা গাছ বলে একে এড়িয়া যাবেন না, এই পাতার গুণ অনেকটাই বেশি। হাত পা কেটে গেলেই সঙ্গে সঙ্গে এর একটু রস লাগিয়ে দিন। প্রাথমিক চিকিৎসায় এই ঘরোয়া টোটকা আপনার অনেকটাই কাজে আসবে।
advertisement
3/4
চিকিৎসকের কাছে যাওয়ার আগে রক্ত বন্ধ করার এই পাতার কাজ অতুলনীয়। এই গাছ বাড়ির আশেপাশে খুব অল্প দিনের মধ্যেই ঘন ঝাড়ে পরিণত হয়।
advertisement
4/4
শুধু হাত পা কেটে গেলেই যেমনটাই কাজ হয় তার পাশাপাশি গ্রাম অঞ্চলে জমির বেড়া হিসেবেও ব্যবহার করা হয়। গ্রামের অঞ্চলে বিভিন্ন পাখিরা এই ঢোল কর্মী পাতা সংগ্রহ করে তাদের বাসা তৈরি করে৷ Input- Suman Saha
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Home Remedies: হঠাৎ কেটে গেলে লাগান এই পাতার রস, এক নিমিষেই বন্ধ হবে রক্তক্ষরণ