Frezarganj: নস্টালজিয়ার ফ্রেজারগঞ্জ, আশঙ্কায় বিনিদ্র রাত কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা, কী হাল
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Frezarganj News: ফ্রেজার গঞ্জের বেশ কিছু জায়গায় নদীর বাঁধ প্রায় ভেঙে পড়েছে।আতঙ্কে গ্রামবাসীরা।
advertisement
1/4

: হাল আমলের মন্দারমনি নয়, বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে ফ্রেজারগঞ্জ নামটি৷ কিন্তু আজ কী হাল এখানকার গ্রামের জানেন৷ দিন -রাত আশঙ্কায় কাটাচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন৷ বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে নদী বাঁধ ঘেরাও গ্রাম গুলোর কপালে ভাঁজ। দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকার বহু গ্রামের মানুষ ,স্থায়ী বাঁধের জন্য দাবি করে এসেছেন। সেই স্থায়ীবাদ আজও পর্যন্ত হয়ে ওঠেনি। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের কালিস্থান। এই এলাকাটি একেবারে সমুদ্রের উপকুলে অবস্থিত।অতি বর্ষা নিম্নচাপ এবং কোটালে প্রত্যেকটি মানুষ সারারাত বাঁধের উপরে বসে কাটান।
advertisement
2/4
একটাই কারণ, দুর্বল মাটির বাঁধ ভাঙছে প্রতিনিয়ত। কালিস্থানের নদীর যে অংশটির প্রতিবাদ পুরোদস্তুর ক্ষতিগ্রস্ত হয় ।যেখান থেকে বাঁধ ভেঙে জল গ্রামের ভেতরে ঢুকে যায়। সেই জায়গাটি এবারও খুব খারাপ অবস্থা। গ্রামের মানুষদের দাবি তৃণমূলের পঞ্চায়েতকে বহুবার বলার পরে, ওখানে জিও চাট ব্যবহার করে বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বহু টাকা ব্যয়ে ২০০ মিটার অবধি বাঁধের অংশ মেরামত হলেও ,ইতিমধ্যে বর্ষার নামতেই বাঁধ অর্ধেকের বেশি ভেঙে গেছে। যে জিও চট ব্যবহার করা হয়েছে,সেই জিও চট দেখা গেল বাঁধের নিচের দিকে পড়ে রয়েছে।
advertisement
3/4
গ্রামের মানুষদের বক্তব্য, স্থায়ী বাঁধ না হলে ওই অঞ্চলটি চিরজীবনে আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে। গ্রামের মানুষেরা দাবি করছেন গত বছর কার্তিক( অক্টোবর) মাসে ওই বাঁধ মেরামত হয়েছিল। বর্ষাকাল নামার সঙ্গে সঙ্গে জল বাড়তেই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।সাধারণ মানুষের দাবি,এই বাঁধ নিয়ে দক্ষিণ অঞ্চলে বরাবরই রাজনৈতিক দল গুলোর মধ্যে দুর্নীতি কাজ করে। আর সেই দুর্নীতির শিকার হচ্ছে তাঁরা৷
advertisement
4/4
এ বিষয়ে ফ্রেজারগঞ্জে বিজেপির মন্ডল সভাপতি বারীন্দ্রনাথ দাস জানান ,'বাঁধ মেরামত নিয়ে সঠিক তথ্য কোনদিন পঞ্চায়েতের তরফ থেকে আমাদের দেওয়া হয়না।তবে কাজের মধ্যে কারচুপি রয়েছে সেটা পরিষ্কার বোঝা যায়।' অন্যদিকে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত সভাপতি, তৃণমূল নেতা প্রসেনজিৎ জানান,'ওখানে মেরামত প্রতিবারই হয়। কিন্তু মাটির বাঁধের জন্য প্রত্যেকটি নদীর বাঁধ প্রতিবারই ক্ষতিগ্রস্ত হয় ,এবারেও তাই হচ্ছে।সরকারের ফান্ড আসে এবারও নিশ্চয় কাজ হবে।যারা পঞ্চায়েত বোর্ড গঠন করবে।' Input - Shanku Santra
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Frezarganj: নস্টালজিয়ার ফ্রেজারগঞ্জ, আশঙ্কায় বিনিদ্র রাত কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা, কী হাল