West Bengal Weather Updates: হু-হু করে বইবে লু! বাড়বে গরম! তবে বৃষ্টি কিন্তু হবে! জানুন কবে, কোথায়!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
West Bengal Weather Updates: কমবে না গরম! তবে আছে বৃষ্টির খবর!
advertisement
1/6

গরম যেন পিছু ছাড়ছে না বঙ্গবাসীদের। তীব্র গরমের দাপটে জীবন প্রায় অষ্টাগত হয়ে উঠেছে সকলের। শহর কলকাতাতেও ৪০ ডিগ্রী ছুই ছুই করছে তাপমাত্রার পারদ। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
2/6
কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার বহাল থাকবে। তাপ থেকে এখনই রেহাই মিলবে না।এই তীব্র দহনজ্বালা এখনই জুড়োবে না। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
3/6
এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কিছুটা হল স্বস্তি থাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
4/6
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং , কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
5/6
অপরদিকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপ প্রবাহের সর্তকতা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম , পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , মুর্শিদাবাদ ও নদিয়াতে জারি রয়েছে তাপ প্রবাহের সতর্কতা। লু বইবার সম্ভাবনা থাকছে এই জেলা গুলিতে। গেরুয়া সতর্কতা দেওয়া হয়েছে।(Reported By: Sarmistha Banerjee)
advertisement
6/6
প্রতিদিনই পুরুলিয়া জেলাতে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। মঙ্গলবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। পুরুলিয়া জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । (Reported By: Sarmistha Banerjee)