TRENDING:

West Bengal Weather Updates: হু-হু করে বইবে লু! বাড়বে গরম! তবে বৃষ্টি কিন্তু হবে! জানুন কবে, কোথায়!

Last Updated:
West Bengal Weather Updates: কমবে না গরম! তবে আছে বৃষ্টির খবর!
advertisement
1/6
হু-হু করে বইবে লু! বাড়বে গরম! তবে বৃষ্টি কিন্তু হবে! জানুন কবে, কোথায়!
গরম যেন পিছু ছাড়ছে না বঙ্গবাসীদের। তীব্র গরমের দাপটে জীবন প্রায় অষ্টাগত হয়ে উঠেছে সকলের। শহর কলকাতাতেও ৪০ ডিগ্রী ছুই ছুই করছে তাপমাত্রার পারদ। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
2/6
কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার বহাল থাকবে। তাপ থেকে এখনই রেহাই মিলবে না।এই তীব্র দহনজ্বালা এখনই জুড়োবে না। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
3/6
এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কিছুটা হল স্বস্তি থাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
4/6
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং , কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। (Reported By: Sarmistha Banerjee)
advertisement
5/6
অপরদিকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপ প্রবাহের সর্তকতা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম , পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , মুর্শিদাবাদ ও নদিয়াতে জারি রয়েছে তাপ প্রবাহের সতর্কতা। লু বইবার সম্ভাবনা থাকছে এই জেলা গুলিতে। গেরুয়া সতর্কতা দেওয়া হয়েছে।(Reported By: Sarmistha Banerjee)
advertisement
6/6
প্রতিদিনই পুরুলিয়া জেলাতে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে‌। মঙ্গলবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। পুরুলিয়া জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । (Reported By: Sarmistha Banerjee)
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
West Bengal Weather Updates: হু-হু করে বইবে লু! বাড়বে গরম! তবে বৃষ্টি কিন্তু হবে! জানুন কবে, কোথায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল