Monsoon 2023 Rain: প্রতীক্ষার অবসান! আজই তুমুল বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়, হলুদ সতর্কতা জারি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
West Bengal Weather Forecast: অবশেষে অপেক্ষার অবসান ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/7

*অবশেষে দক্ষিণবঙ্গের মানুষদের জন্যও স্বস্তির খবর দিচ্ছে হাওয়া অফিস। আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানান দিচ্ছে হাওয়া অফিস। প্রতিবেদনঃ শমিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি।
advertisement
2/7
*১৯ ও ২০ জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার ফলে উত্তরবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। বৃষ্টিপাতের জেরে লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে উত্তরবঙ্গবাসী। ফাইল ছবি।
advertisement
3/7
*উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তবে দক্ষিণবঙ্গের মানুষেরা এই মুহূর্তে স্বস্তি পাচ্ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে আরও কয়েকদিন। ফাইল ছবি।
advertisement
4/7
*বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই পিছু ছাড়ছে না অস্বস্তি। দক্ষিনবঙ্গের বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। ফাইল ছবি।
advertisement
5/7
*পুরুলিয়া , বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আরও বেশ কিছুদিন। তবে আগামী দু-তিন দিন কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রার পারদ। ফাইল ছবি।
advertisement
6/7
*দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে তীব্র গরম বজায় থাকছে। শুক্রবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দু-তিন দিনের মধ্যেই পুরুলিয়া জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
7/7
*স্বস্তির খবর মেলায় কিছুটা আশার আলো দেখছে দক্ষিণবঙ্গবাসী। বিগত বেশ কিছুদিনের যে হারে গরম পড়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কোনও কিছুতেই স্বস্তি পাচ্ছে না মানুষ। এক চিলতে বৃষ্টির আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। ফাইল ছবি।