West Bengal Weather Alert: আকাশ ফালাফালা করা বিদ্যুৎ, ৪০-৫০ কিমি গতিতে হাওয়া নাকাল হবে জেলার জীবন
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
West Bengal Weather Alert: আগাম সতর্কতা আবহাওয়া দফতরের , বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির পূর্বাভাস!
advertisement
1/6

পুরুলিয়া: পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের সেই মতোই ঘন কালো মেঘে ঢেকেছিল প্রকৃতি। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও হতে দেখা যায়।
advertisement
2/6
কলকাতা ও তার আশেপাশের এলাকাগুলিতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত দেখা যায়। আগামী আরও দুই-একদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।
advertisement
3/6
দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন পুরুলিয়া , বাঁকুড়া , মুর্শিদাবাদ , মেদিনীপুর এই জেলা গুলিতে প্রবল গতিতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয়। দক্ষিনবঙ্গের জেলা গুলিতে আগামী দু -তিনদিন বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/6
তীব্র গরমের হাত থেকে বেশ অনেকটাই রেহাই পেয়েছে পুরুলিয়া জেলার মানুষেরা। শনিবার সকালের দিকে হালকা রোদের দাপট ছিল। আকাশের মুখ ভার হয়েছিল। দুপুরের পর থেকেই শুরু হয় বৃষ্টি। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয় পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। সন্ধ্যের দিকে বৃষ্টি কম থাকলেও আবারও রাতের দিকে বৃষ্টি হয় পুরুলিয়ায়।
advertisement
5/6
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৮ ডিগ্ৰি সেলসিয়াস। রবিবারও পুরুলিয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
advertisement
6/6
আগামী বেশ কিছুদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০-৫০ কিমি গতিবেগে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। Input- Sarmistha Banerjee