Weather Forecast: কখনও রোদ তো কখনও বৃষ্টি! আবহাওয়ার আমূল পরিবর্তন দেখা যাবে এই সপ্তাহে
- Published by:Salmali Das
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Weather Forecast|| আগামী ৪ মে পর্যন্ত পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। যা গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম রয়েছে।
advertisement
1/6

তীব্র গরমের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী। বেশ কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী ৪ মে পর্যন্ত।
advertisement
2/6
বিগত দিনের তুলনায় বৃষ্টির সম্ভাবনা আরও অনেকখানি বাড়বে আগামী দিনে। কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হাওয়ার সম্ভাবনা থাকছে।
advertisement
3/6
উত্তরবঙ্গের বেশকিছু জেলা যেমন আলিপুরদুয়ার , কোচবিহার , কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও বীরভূম , মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। যা গত সপ্তাহের তুলনায় অনেকটাই কম রয়েছে।
advertisement
6/6
কয়েকদিন আগে যে হারে জেলার তাপমাত্রা বেড়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি থেকে অনেকটাই রেহাই মিলেছে। আরও কয়েকটা দিন স্বস্তি পাবে বঙ্গবাসী। পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবল। হতে পারে শিলাবৃষ্টিও। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা। ।