Laxmi Puja Weather Forecast: লক্ষ্মীপুজো কি নির্বিঘ্নে কাটবে নাকি এবারেও বৃষ্টির ফাঁড়া? 'বিরাট' আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
এ বছর শারদ পূর্ণিমা পালিত হবে ২৮ অক্টোবর যা আপামর বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষ দিন।
advertisement
1/6

দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট- কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়।
advertisement
2/6
এ বছর শারদ পূর্ণিমা পালিত হবে ২৮ অক্টোবর যা আপামর বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষ দিন। এবারের কোজাগরী পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণও ঘটবে। শারদ পূর্ণিমায় চন্দ্র দেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে পুজো করলে তিনি প্রসন্না হন।
advertisement
3/6
এই লক্ষ্মীপুজোয় ঝড় বৃষ্টি হবে কিনা তা নিয়ে যথেষ্টই চিন্তায় রয়েছে রাজ্যবাসী। জেলা পুরুলিয়াতেও ইতিমধ্যেই হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কমছে তাপমাত্রা পারদ। তবে লক্ষ্মীপুজায় বৃষ্টি হবে কিনা সে নিয়ে বিশেষ কোনও সর্তকতা জারি করেনি হাওয়া অফিস।
advertisement
4/6
দুর্গাপুজোর শেষ দু-দিন নবমী ও দশমীতে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে ঠাকুর দেখাতে ভাটা পড়েনি। নির্বিঘ্নে ঠাকুর দেখার আনন্দ উপভোগ করতে পেরে খুশি সকলেই।
advertisement
5/6
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , বাঁকুড়া , পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। অর্থাৎ নির্বিঘ্নেই কাটবে লক্ষ্মীপুজো।
advertisement
6/6
অপরদিকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস।