Purulia Weather Update: কুয়াশার চাদরে মোড়া সকাল, দিন গড়াতেই বিরাট হাওয়া বদল পুরুলিয়ায়! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Purulia Weather Update: ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। সকালের দিকে কুয়াশা চাদরে চারিদিক মোড়া থাকলেও বেলা বাড়তেই ঝলমলে রোদ।
advertisement
1/6

হাড়হিম করা ঠান্ডা হাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছে রাজ্যবাসী। জানুয়ারির শেষের দিকেই শীত বিদায় নিতে চলেছে বলে খবর মিলেছে হাওয়া অফিসের পক্ষ থেকে। হাড়হিম করা ঠান্ডায় এক্কেবারে কাবু হয়ে পড়েছিল পুরুলিয়াও। বিগত দিন থেকে সেই চিত্র অনেকটাই পাল্টেছে। (ছবি ও তথ্য-- শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
মকর সংক্রান্তির পর থেকেই অল্প অল্প করে নামতে শুরু করেছিল শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশ কিছুটা কমবে শীতের বহর। সকালের দিকে কুয়াশা চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ।
advertisement
3/6
এক কথায় মাঘেই বিদায় নিতে চলেছে শীত। জানুয়ারির শেষের দিকে অনেকটাই উষ্ণতার আঁচ পাওয়া যাবে বলে মনে করছে হাওয়া অফিস।
advertisement
4/6
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বিগত দিনের তুলনায় যা অনেকটাই বেশি।
advertisement
5/6
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এছাড়াও সকালের দিকে প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
advertisement
6/6
বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। পশ্চিমি ঝঞ্ঝার ফলে দাপট কমতে শুরু করেছে উত্তুরে হাওয়ার। এই কারণে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতো প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রার পারদ। (ছবি ও তথ্য-- শর্মিষ্ঠা ব্যানার্জি)