Purulia Weather News: ১৫ তারিখ থেকেই বিপুল বদলে যাবে আবহাওয়া, গরমের হাতছানি জেলায়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Purulia Weather News: আবহাওয়ার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। ঠাণ্ডা গরমের মাঝেই মিলছে বৃষ্টিপাতের পূর্বাভাস। দেখে নিন কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি।
advertisement
1/6

কখনও গরম, কখনও ঠান্ডা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে প্রকৃতির রূপ। এর মাঝেই হঠাৎই ভোল বদলাচ্ছে আবহাওয়া। তাপমাত্রার পারদ বাড়ার পাশাপাশি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তাপমাত্রার পারদ বিগত দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে রাজ্যজুড়ে। (তথ্য ও ছবি-- শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
সকালের দিক কুয়াশায় মোড়া আকাশ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে, সঙ্গে মেঘলা আকাশ পরিষ্কার হয়ে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর , দার্জিলিং এবং কালিম্পং-এর বেশ কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ডুয়ার্সের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে।
advertisement
3/6
রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে পুরুলিয়ার তাপমাত্রার। সকাল থেকে কুয়াশায় ঢাকা আকাশ লক্ষ্য করা গেলেও বেলা বাড়তে না বাড়তেই সূর্যের তাপ যথেষ্টই গায়ে লাগছে। রাতের দিকে আবারো তাপমাত্রার পারদ খানিকটা কমে যাচ্ছে।
advertisement
4/6
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার এই আবহাওয়া বিগত দিনের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে।
advertisement
5/6
পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখনও পুরোপুরি ভাবে রাজ্য থেকে বিদায় নেয়নি শীত। অন্যান্য বছর এই সময় অনেকটাই গরম পড়ে যায় কিন্তু এবছর ঠান্ডা-গরমের খেলায় মেতেছে প্রকৃতি।
advertisement
6/6
তবে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে বিদায় নিতে পারে শীত। আশা করা যাচ্ছে ১৫ ফেব্রুয়ারির পর থেকে অনেকটাই গরমের আমেজ থাকবে রাজ্যজুড়ে। ধীরে, ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। (তথ্য ও ছবি-- শর্মিষ্ঠা ব্যানার্জি)