Weather Forecast: ঘনীভূত নিম্নচাপ বাড়াচ্ছে আশঙ্কা! ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হাওয়া অফিসের সতর্কতা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Rain Forecast: জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে...
advertisement
1/8

*দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে দেখা যাচ্ছে। জেলা পুরুলিয়াতেও মাঝের মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যাচ্ছে। কখনও রোদ, আবার কখনও হালকা বৃষ্টি। ফাইল ছবি।
advertisement
2/8
*শুক্রবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী বেশ কিছুদিন এ ভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে পুরুলিয়া। ফাইল ছবি।
advertisement
3/8
*বেশ কিছুদিন ধরে মাঝের মধ্যে এক পশলা বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই স্বস্তিতে রয়েছে জেলার মানুষেরা। যে সকল জলাশয় গুলি একেবারে শুকিয়ে গিয়েছিল সেই জলাশয় গুলিতেও অল্পবিস্তর জল জমতে দেখা যাচ্ছে। ফাইল ছবি।
advertisement
4/8
*এ বছর বর্ষা দেরিতে এলেও দীর্ঘস্থায়ী হবে এমনটাই বলছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আগামী চার- পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। ফাইল ছবি।
advertisement
5/8
*হাওয়া অফিস পক্ষ থেকে ইতিমধ্যেই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
6/8
*রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
7/8
*উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
8/8
*দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এসব কিছুর মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে দক্ষিণবঙ্গে। ফাইল ছবি।